• ডিজির কড়া বার্তা, গুন্ডামি বরদাস্ত নয়
    দৈনিক স্টেটসম্যান | ১৩ এপ্রিল ২০২৫
  • কোনও ভাবে গুণ্ডামি বরদাস্ত করা হবে না। আইন হাতে নেবেন না। কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শুক্রবারের পর শনিবারও দফায় দফায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ জঙ্গিপুর এলাকায়। ইতিমধ্যেই ১৬৩ ধারা এলাকায় জারি করা হয়েছে। বিএসএফকে সঙ্গে নিয়ে গোটা এলাকা টহল দিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। এরপরেও অশান্তি থামছে না। এই পরিস্থিতিতে ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন ডিজি রাজীব কুমার। আর সেখান থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে চলা অশান্তি নিয়ে কড়া বার্তা দেন তিনি। তিনি এদিন স্পষ্ট জানান, কোনও ভাবে গুণ্ডামি বরদাস্ত করা হবে না। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। ডিজি এদিন সতর্ক করে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।

    একই সঙ্গে গুজবে যাতে কেউ কান না দেন সেই কথাও বলেন রাজীব কুমার। গুজব ভয়ঙ্কর বলে সতর্ক করেছেন তিনি। রাজীব কুমার বলেন, ‘ গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না।’ এদিন বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে রাজ্য পুলিশের ডিজি বলেন, ‘আমরা কখনওই ট্রিগার হ্যাপি পুলিশ নই। তবে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের পাশে আছি।’ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। যে সমস্ত ক্ষয়ক্ষতি হচ্ছে তাও সরকার নজর রেখেছে বলেও এদিন জানান পুলিশের এই শীর্ষ কর্তা। তাঁর কথায়, ‘মানুষের জীবন বাঁচানো, সম্পত্তি রক্ষা করা আমাদের কাজ। আর তা করা হচ্ছে।’

    অন্যদিকে এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, ‘পুলিশের উপর আক্রমণ চালানো হয়েছে। পাল্টা পুলিশও চার রাউন্ড গুলি চালায়। তিনি বলেন, কোনওরকম ভাবেই উন্মত্ত জনতাকে সামাল দেওয়া যাচ্ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই চার রাউন্ড পুলিশ গুলি চালায়।’ এই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জন পুলিশ জখম হয়েছেন এবং ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

    রাজীব কুমার জানান, পুলিশের কন্ট্রোল রুম খোলা থাকছে। গন্ডগোল হলে ফোন করে থানায় খবর দিতে পারেন যে কেউ। পুলিশ সামলাবে। রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতির সঞ্চার হয়েছে। এটা সহজে যাওয়ার নয়। এ ক্ষেত্রে পুলিশ এবং সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)