৬ বছরের শিশুকে হত্যা করে ফেলে দেওয়া হলো ডোবায়। নৃশংস ঘটনা উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ঘটনায় এক নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল থেকেই শিশুটি নিখোঁজ ছিল বলে খবর। রবিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর মনোহরপুর গ্রামের বাসিন্দা ওই শিশু। অভিযোগ, শনিবার পিসির বাড়ি যাওয়ার নাম করে শিশুটিকে ডেকে নিয়ে যায় সম্পর্কে দাদা ওই নাবালক। এর পর থেকেই শিশুটির কোনও খোঁজ পাওয়া যায় না। শিশুটির পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ শিশুটির খোঁজ না মেলায় হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ওই নাবালকের উপর সন্দেহ ছিল পরিবারের লোকজনের। নাবালককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই সে স্বীকার করে নেয়, শিশুটিকে খুন করে বাড়ির পিছনে ডোবায় ফেলে দিয়েছে সে। পুলিশ গিয়ে ডোবা থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শিশুর দেহটিকে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
তবে ঠিক কী কারণে শিশুটিকে হত্যা করা হলো, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। আত্মীয়ের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ঝামেলা বা কোনও বিবাদ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদি হাসান, কী কারণে খুন করা হয়েছে, সেটা এখনও জানা যায়নি। শিশুটিকে হত্যার ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।