• খাসির মাংসের দোকানে ছাগল-ভেড়া! ক্ষিপ্ত জনতা
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • এই সময়: টালিগঞ্জের আজাদগড় বাজার লাগোয়া খাসির মাংসের একটি দোকান থেকে উদ্ধার হলো জ্যান্ত ভেড়া, ছাগল! স্থানীয়দের অভিযোগ, খাসির মাংস বিক্রি করা হচ্ছে বলে জানিয়ে আসলে ভেড়া, ছাগল কেটে ওই দোকানে বিক্রি করা হচ্ছিল এবং শুক্রবার সেটা হাতেনাতে ধরা পড়ে যায়। ক্ষুব্ধ স্থানীয়দের দাবি, এটা ক্রেতাদের ঠকানো ছাড়া আর কিছু নয়। কারণ, ভেড়া ও ছাগলের মাংসের দাম খাসির মাংসের চেয়ে বেশ কম। খাসির মাংসের দাম কেজিতে ৮৫০–৮৬০ টাকা।

    রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী বিপ্লব মিত্র শনিবার বলেন, ‘এ ধরনের অপরাধের কিনারা করার জন্য আলাদা বিভাগ রয়েছে। আমাদের কাছে অভিযোগ জানালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয় তথা ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার, তৃণমূলের তপন দাশগুপ্ত বলেন,‘ আজাদগড় কলোনি কমিটি ও বাজার কমিটির তরফে ওই ঘটনার কথা আমাকে জানানো হয়েছে। আমি তাঁদের অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলেছি।’

    স্থানীয় সূত্রের খবর, শুক্রবার দুপুরে ওই দোকানের এক কর্মচারীকে একটি ছাগল নিয়ে দোকানের দিকে যেতে দেখে সন্দেহ হয় এক বাসিন্দার। তিনি ওই কর্মচারীর পিছু নিয়ে দেখেন, যেখানে খাসি রাখা হয় বলে এতদিন সবাই জানত, ছাগলটিকে দোকানের সেই জায়গায় রাখা হচ্ছে। স্থানীয় ওই বাসিন্দার চেঁচামেচিতে সেখানে উপস্থিত হন বেশ কয়েক জন। তার পর দোকানের ওই কর্মচারীকে চাপ দেওয়ায় তিনি দু’টি জ্যান্ত ভেড়া ও গোটা তিনেক ছাগল বার করেন। কেউ কেউ ওই ঘটনার ভিডিয়ো তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। দোকানটি এখন বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

    মাংসের দোকানটি যেখানে, সেই বাড়ির মালিক মনা সাহার বক্তব্য, ‘যিনি দোকান ভাড়া নিয়েছিলেন, তাঁকে ডেকে পাঠিয়েছি। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না–হয়, তার জন্য ব্যবস্থা নেব।’ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের এক কর্তা বলেন, ‘মাংস বিক্রি নিয়ে পুরসভার যে আইন রয়েছে, তাতে এই ধরনের প্রবঞ্চনা গণ্য হয় অপরাধ বলেই। অভিযোগ খতিয়ে দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)