সূর্যকান্ত কুমার, কালনা
প্রয়োজন ছিল স্পেনের পরিবেশে কয়েকটা দিন অনুশীলনের। কিন্তু সায়নী দাসের সেই আশায় বাদ সেধেছে প্রতিকূল আবহাওয়া। স্পেনের তারিফা শহরে পৌঁছনো ইস্তক কটা দিন সেই প্রতিকুল আবহাওয়ার মধ্যেই সামান্য অনুশীলনের সুযোগ মিলেছে। বাকি সময় কার্যত গৃহবন্দি হয়েই কাটাতে হয়েছে সায়নীকে। আপাতত ঠিক হয়েছে, সাঁতরে জিব্রাল্টার প্রণালী পার করার জন্য ১৭ বা ১৮ এপ্রিল জলে নামবেন সায়নী। এ বার তাঁকে সাহায্য করার জন্য স্পেনে গিয়েছেন সাঁতারে দ্রোনাচার্য পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক তপন পানিগ্রাহী। আপাতত ক’দিন তপনের তত্ত্বাবধানে অনুশীলন চালিয়ে যেতে চান সায়নী। কিন্তু, দুশ্চিন্তায় ঝোড়ো আবহাওয়া।
শনিবার সকালও ঝড়–বৃষ্টির কারণে কার্যত গৃহবন্দি অবস্থায় কেটেছে সায়নীর। ফোনে তিনি বলেন, ‘অন্য চ্যানেলগুলোর থেকে এই চ্যানেলের পরিবেশ কিছুটা আলাদা। জলের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আরও আগে পৌঁছে অনুশীলনের প্রয়োজন ছিল। কিন্তু আর্থিক কারণে ও ভিসা সমস্যার জন্য সেটা হয়নি। কিন্তু পৌঁছনোর পরেও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকটা দিন কার্যত ঘরে বসেই কাটাতে হলো। এই সময় সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। তারই মধ্যে সাবধানতা অবলম্বন করে অনুশীলন চালিয়ে যাচ্ছি।’ জানাচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
কালনা শহরের বারুইপাড়ার সায়নীর লক্ষ্য এখন ষষ্ঠ সিন্ধু জয় করে রেকর্ড তৈরি করা। শুরু করেছিলেন বিখ্যাত ইংলিশ চ্যানেল পার করে। তার পর থেকে একে একে পার করেছেন ক্যাটালিনা, মলোকাই, কুক, নর্থ চ্যানেল। জিব্রাল্টার জয়ের প্রস্তুতি কালনার ভাগীরথীতেই সেরেছেন সায়নী। সাঁতারে বরাবরই তাঁকে প্রশিক্ষণ দিয়েছেন বাবা রাধেশ্যাম দাস। এ বারও তিনি রয়েছেন মেয়ের সঙ্গে।
মরক্কো ও স্পেনের মধ্যে এই চ্যানেলের দূরত্ব ১৪.২ কিমি। পার হতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা। ভূমধ্যসাগর ও আটল্যান্টিক মহাসাগর মিশেছে এখানে। কিন্তু ভৌগোলিক কারণে এই প্রণালীতে পদে পদে রয়েছে নানা বাধা। সায়নী বলেন, ‘তাপমাত্রা বেশ কম। এ ছাড়া হাঙরের হামলার আশঙ্কা প্রবল। দিনে তিনশোর মতো জাহাজ চলাচল করে।’ সায়নী জানাচ্ছেন, তাঁরা তিন জন একসঙ্গে সাঁতার শুরু করবেন। তিনি ছাড়া বাকি দু’জন আমেরিকার। সায়নীর অভিযান প্রসঙ্গে তপন বলেন, ‘আমি নিশ্চিত সায়নী জিব্রাল্টার জয় করবে। ইংলিশ চ্যানেল পার হওয়ার সময়ে ওর যা স্কিল ছিল, এখন তা আরও উন্নত হয়েছে। তবে অন্য চ্যানেলগুলোর তুলনায় জিব্রাল্টার বেশ চ্যালেঞ্জের।’ রাধেশ্যাম বলছেন, ‘তপন পানিগ্রাহীর মতো কোচ সঙ্গে থাকায় এ বার চিন্তা অনেক কমেছে। ওঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ায় সায়নীর মনোবলও বেড়েছে।’