অনশন তুলে নিলেন চাকরিহারারা। বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেকের এসএসসি ভবনের সামনে শুরু হয়েছিল অনশন। অবশেষে রবিবার তা প্রত্যাহার করে নিলেন চাকরিহারারা। তাঁরা জানিয়েছেন, চরম অব্যবস্থার কারণেই এই সিদ্ধান্ত।
চাকরিহারাদের দাবি ছিল, রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে যত দ্রুত সম্ভব এমআর শিটের মিরর ইমেজ ও যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যতক্ষণ তা না প্রকাশ হবে, অনশন চলবে। তবে এ দিন অব্যবস্থার অভিযোগ তুলে অনশন তুলে নেন তাঁরা।
চাকরিহারা এক শিক্ষক বলেন, ‘সিবিআইয়ের কাছে যোগ্যদের তালিকা আছে। সেই তালিকা আমাদের দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়ে আগামী ১৫ এপ্রিল গণস্বাক্ষর নিয়ে আমরা সিবিআই অফিসে স্মারকলিপি জমা দেব।’
তবে যোগ্য, অযোগ্য সবার তালিকা সিবিআই দেবে কি না বা আদৌ সিবিআইয়ের কাছে সেই তালিকা আছে কি না, তা স্পষ্ট নয়। চাকরিহারা শিক্ষক পঙ্কজ রায়ের দাবি, সিবিআই আমাদের সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যোগ্য শিক্ষকদের তালিকা এবং মিরর ইমেজ প্রকাশ করার আবেদন করেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের বক্তব্য, ‘দয়া করে তালিকা প্রকাশ করুন, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না।’
তবে অনশন সাময়িক প্রত্যাহার করা হয়েছে, ফের শুরু হবে বলেও দাবি করেন তাঁরা। চাকরিহারাদের কথায়, ‘খোলা আকাশের নীচে বসে আছি। বৃষ্টি হচ্ছে। তৃণমূলের ছেলেরা ভয় দেখাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। তাই অনশন আপাতত তুলে নেওয়া হল। তবে শক্তি সঞ্চয় করে আমরা আবার ফিরব।’ এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেন, ‘বাস্তিল দূর্গেরও পতন হয়েছে, নবান্ন তো ছোট ব্যাপার।’