• ফিজিক্সের টিচার নেই, অসহায় প্রধান শিক্ষক
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • সোমনাথ মাইতি, কাঁথি

    স্কুলের একমাত্র ফিজিক্সের শিক্ষকের চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর থেকে স্কুলে আসা বন্ধও করে দিয়েছেন সেই শিক্ষক বিবেকানন্দ জানা। এমনকী, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও স্কুলমুখো হননি তিনি। এই পরিস্থিতিতে একমাত্র সাবজেক্ট টিচার স্কুল না আসায় সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষক। ক’দিন পরে একাদশ- দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। নতুন সেশনে কে ফিজিক্স পড়াবেন সে নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।

    শীর্ষ আদালতের রায়ে চাকরি হারিয়েছেন কাঁথি ১ নম্বর ব্লকের নয়াপুট অঞ্চলের নয়াপুট সুধীরচন্দ্র হাইস্কুলের এক শিক্ষক ও এক অশিক্ষক কর্মী। রামনগর ২ নম্বর ব্লকের খিদিরপুর গ্রামের বাসিন্দা বিবেকানন্দ জানা ২০১৮ সালে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। স্কুলের প্রধান শিক্ষক বসন্তকমার ঘোড়াই বলেন, ‘উনি একাদশ–দ্বাদশ শ্রেণির ফিজিক্সের একমাত্র টিচার। পড়াতেনও ভালো। এমন শিক্ষকের চাকরি যাবে ভাবিনি কোনও দিন।’

    তিনি বলেন, ‘১৬ এপ্রিল থেকে একাদশ–দ্বাদশের ক্লাস শুরু হবে। নতুন সেশনে কী হবে ভাবতে পারছি না। ওঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। ফোন করে, লোক পাঠিয়ে স্কুলে আসতে বলেছি। তবু উনি কোনও ভাবে যোগাযোগ করেননি বা স্কুলেও আসেননি। আমাদের মনে হয়েছে, এত ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও চাকরি যাওয়ার ঘটনার পরে সহকর্মী, ছাত্রছাত্রী ও পরিচিতদের সামনে আসতে চাইছেন না। তা ছাড়া চাকরিতে যোগ দেওয়ার পর আর চাকরি যাবে না, তার নিশ্চয়তা না থাকায় হয়তো শুধু আশ্বাসে ভরসা করে স্কুলে আসতে চাইছেন না। এই পরিস্থিতিতে আমরাও কী করব বুঝতে পারছি না।’

    তিনি আরও বলেন, ‘এক শিক্ষাকর্মীর চাকরিও গিয়েছে। দু’জন অশিক্ষক কর্মীর মধ্যে একজনের চাকরি গেল আর অন্য জনের অবসরের তিনমাস বাকি। কম্পিটারের টিচার দিয়ে অফিসের কাজ চালাতে হচ্ছে। স্কুলে ১৪০০ ছাত্রছাত্রী। শেষ পর্যন্ত কী হবে জানি না।’

    একই ভাবে নয়াপুট হাইস্কুলের মতো খেজুরির কলাগেছিয়া হাইস্কুলের। স্কুলে উচ্চমাধ্যমিক বিভাগের ফিজিক্স ও বাণিজ্য বিভাগ শিক্ষকহীন হয়ে পড়েছে। কন্টাই টাউন রাখাল বিদ্যাপীঠের হোম সায়েন্স, জীববিদ্যা বিভাগ শিক্ষকহীন। তাই ১৬ এপ্রিল থেকে কী ভাবে স্কুল চলবে তা নিয়ে চিন্তায় প্রধান শিক্ষকেরা।

  • Link to this news (এই সময়)