• যোগ্য শিক্ষক, কর্মীদের পাশেই শিক্ষক সমাজ
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • এই সময়: সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক–শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছেন স্কুলস্তরের একাধিক শিক্ষক সংগঠনের সদস্যরা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ–এর ডাকে বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত মহামিছিল এবং শুক্রবার স্কুল‍ সার্ভিস কমিশন (এসএসসি) অফিস অভিযানে পা মিলিয়েছেন তাঁরা। এ বার রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক সংগঠনগুলিও যোগ্যদের পাশে দাঁড়াতে চলেছে।

    পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়েবকুটা) যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবিলম্বে কাজে ফেরানোর দাবিতে শনিবার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে অবস্থান করে। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক–অধ্যাপিকাদের অভিযোগ, রাজ্য প্রশাসনের পৃষ্ঠপোষকতায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছেন অসংখ্য যোগ্য শিক্ষক–শিক্ষাকর্মী। স্বাধীনতা–উত্তর পর্বে এমন নজিরবিহীন নিয়োগ–দুর্নীতি এ রাজ্যে ঘটেনি।

    ওয়েবকুটা’র সভাপতি শুভোদয় দাশগুপ্ত বলেন, ‘যোগ্যদের অবিলম্বে কাজে বহালের দাবিতে আমরা ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানরত শিক্ষক–শিক্ষাকর্মীদের সঙ্গে শীঘ্রই দেখা করব।’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জুটা)–র সভাপতি পার্থপ্রতিম বিশ্বাস বলেন, ‘সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলগুলির যোগ্য শিক্ষক–শিক্ষিকারা শুধু নিজেদের চাকরি বাঁচাতে লড়ছেন, তা কিন্তু নয়। এই সব স্কুলে প্রান্তিক, নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই পড়াশোনা করে। স্কুল–স্তরে অনিয়মিত নিয়োগ ও এক সঙ্গে এতজন শিক্ষক–শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় বিপন্ন স্কুলশিক্ষাই। শিক্ষাব্যবস্থা বাঁচাতে আমরা আন্দোলনে সামিল হব।’

    অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি–র সম্পাদক বিশ্বজিৎ মিত্রর বক্তব্য, দেশের সর্বোচ্চ আদালত ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করায় যোগ্য ও বৈধ শিক্ষকদের জীবন এবং পরিবার অন্ধকারে। রাজ্যে প্রায় চার হাজার স্কুলে পঠনপাঠন ধ্বংসের মুখে। রাজ্য সরকার, স্কুলশিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের অপদার্থতায় যোগ্য–অযোগ্য পৃথক করা যায়নি। এর দায় রাজ্য সরকারেরই। অথচ রাজ্য সরকার ও স্বশাসিত সংস্থার দু‍র্নীতিতে সুপ্রিম কোর্ট হাজার হাজার নিরপরাধ শিক্ষক–শিক্ষিকাকে শাস্তি দিল! এই শিক্ষক-শিক্ষিকাদের পরিবার ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে যতদিন না যোগ্য শিক্ষকদের দাবি পূরণ হচ্ছে, ততদিন সেভ এডুকেশন কমিটি রাজ্যজুড়ে আন্দোলনে থাকবে।

    যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমর্থনে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) আগামী বৃহস্পতিবার, ১৭ এপ্রিল সল্টলেকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে। এবিটিএ–র সাধারণ সম্পাদক সুকুমার পাইনের বক্তব্য, ‘আমরা যোগ্যদের পুনর্বহালের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবী প্রশান্ত ভূষণকে নিয়োগ করেছিলাম। তাতেও শেষরক্ষা হয়নি। আমরা এ বার যোগ্যদের হকের চাকরি ফেরাতে, ২০১৬ সালের এসএসসি–র নিয়োগ–দুর্নীতিতে দোষীদের শাস্তি চেয়ে এবং অবিলম্বে স্কুলের সব শূন্যপদ পূরণে নতুন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে এসএসসি ভবন অভিযান করব।’

  • Link to this news (এই সময়)