• একাদশে বিজ্ঞান বিভাগে ভর্তি বাতিলের পথে স্কুল
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম

    কয়েকদিন পরেই মাধ্যমিকের রেজ়াল্ট। শুরু হয়ে যাবে একাদশে ভর্তির প্রক্রিয়া। শিক্ষকের অভাবে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছে ঝাড়গ্রাম ব্লকের চুবকা গ্রাম পঞ্চায়েতের বল্লা বিদ্যাপীঠ হাইস্কুল। সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের একাদশ–দ্বাদশের রসায়ন ও পদার্থ বিজ্ঞানের দুই শিক্ষকের চাকরি গিয়েছে। এই দু’টি বিষয়ের বিকল্প কোনও শিক্ষক নেই স্কুলে। একাদশ-দ্বাদশের পাশাপাশি নবম–দশমেরও ক্লাস নিতেন এই দু’জন। বিজ্ঞানের দুই শিক্ষককে হারিয়ে বিজ্ঞান বিভাগ কী ভাবে চলবে তা নিয়ে অথৈ জলে স্কুল কর্তৃপক্ষ। দ্বাদশের বিজ্ঞান বিভাগের ১৬ জন পড়ুয়ার ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানে স্কুলের গণিতের শিক্ষক মানিক মাইতি রসায়ন ও পদার্থ বিজ্ঞান ক্লাস নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

    জানা গিয়েছে, একাদশ–দ্বাদশের রসায়নের শিক্ষক আইনাল হক মল্লিক, পদার্থ বিজ্ঞানের তাপস দাস, নবম–দশমের ইংরেজি শিক্ষক সঞ্জীব পৈড়া এবং দু’জন অশিক্ষক কর্মী–সহ মোট পাঁচজনের চাকরি বাতিল হয়েছে। স্কুলে মোট ৭৮০ জন পড়ুয়া। শিক্ষক ছিলেন ১৪ জন। জানুয়ারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক শিক্ষকের। চাকরি বাতিল হয়েছে তিন শিক্ষকের। এই অবস্থায় ১০ শিক্ষক নিয়ে স্কুল চালাতে নাজেহাল হতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে।

    অপর দিকে, স্কুলের শিক্ষাকর্মী ছিলেন তিনজন। চতুর্থ শ্রেণির দু’জনের চাকরি বাতিল হয়েছে। তৃতীয় শ্রেণির শিক্ষাকর্মী একজন রয়েছেন। আগামী জুনে তাঁর অবসর। কার্যত স্কুলের পাশাপাশি অফিস চালাতেও হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। স্কুলের গেট থেকে শুরু করে দরজা-জানালা খোলা বন্ধ করা, মিড ডে মিল দেখভাল, ক্লাস অনুযায়ী ঘণ্টা বাজানো–সহ স্কুলের সব কাজেই করতে হচ্ছে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের।

    আগামী বুধবার থেকে দ্বাদশের বিজ্ঞান বিভাগের পঠন-পাঠন শুরু। রসায়ন ও পদার্থ বিজ্ঞানের ক্লাস দু’টি নেবেন দ্বাদশের গণিত শিক্ষক মানিক মাইতি। কিন্তু একাদশের বিজ্ঞান বিভাগে ভর্তি শুরু হলে তাঁদের পড়ানোর জন্য শিক্ষক কোথায়? এই প্রশ্নে আপাতত দিশাহীন স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক পলাশ চন্দ বলেন, ‘দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কী ভাবে পঠন-পাঠন হবে তা নিয়ে আমরা চিন্তিত। মাধ্যমিকের রেজ়াল্টের পরেই একাদশের ভর্তি রয়েছে। শিক্ষকের সমস্যার সমাধান না হলে এ বছর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ভর্তি বাতিলও করা হতে পারে। শুধু কলা বিভাগেই একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে।’ স্কুল সূত্রে জানা গিয়েছে, পরিচালন সমিতির সঙ্গে বৈঠকের পরে রসায়ন ও বিজ্ঞান বিভাগের অতিথি শিক্ষকও যদি না পাওয়া যায় তা হলে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ভর্তি বন্ধ রাখা হবে।

    অন্য দিকে, বেলপাহাড়ি ব্লকের বামুনডিহা হাইস্কুলের বিজ্ঞান বিভাগের রসায়নের শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। কার্যত রসায়ন কে পড়াবেন তা নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপকুমার মাহাতো বলেন, ‘স্কুলে রসায়নের একমাত্র শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। বিকল্প কোনও শিক্ষক নেই। পরিচালন সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষক সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’

  • Link to this news (এই সময়)