• ফ্লাইওভারে গার্ডার তুলতে গিয়ে বিপত্তি, আচমকা হেলে যেতেই গেল গেল রব, তারপর...
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • সিউড়ি থেকে বোলপুরগামী রাস্তায় জোরকদমে চলছে ফ্লাইওভারের কাজ। নীচেই রেললাইন।রবিবার রি-গার্ডারিং-এর কাজ হচ্ছিল। বন্ধ ছিল ট্রেন চলাচল। কিন্তু গার্ডার তোলার সময়ে বিপত্তি বাঁধে। আচমকাই হেলে যায় সেটি। আঁতকে ওঠেন নির্মাণ শ্রমিকরা। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

    সিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তায় হাটজনবাজার রেল ক্রসিং। এখানেই ২০১৬ সাল থেকে চলছে ফ্লাইওভার তৈরির কাজ। কখনও জমি হস্তান্তর নিয়ে সমস্যা, আবার কখনও নির্মাণ সংস্থার টালবাহানায় বারবার কাজ থমকে ছিল। অবশেষে দীর্ঘ টানাপড়েনের পর ২০২৪ সালে পুরোদমে কাজ শুরু হয়।

    এ দিন ছিল রি-গার্ডারিং। এর জন্য ডাউন লাইনে সকাল ৬.৪৫ থেকে দুপুর ২.১৫ পর্যন্ত এবং আপ লাইনে সকাল ৭.১৫ থেকে দুপুর ১.১৫ পর্যন্ত বাতিল করা হয় ট্রেন চলাচল। মোট তিনটি ট্রেন বাতিল করা হয়। কিন্ত সেই কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। দু নম্বর গার্ডার ফ্লাইওভারে তোলা মাত্রই হেলে যায়। তার ভারে হেলে পড়ে এক নম্বর গার্ডারও। হইচই পড়ে যায়। আতঙ্ক ছড়ায় নির্মাণ সংস্থার কর্মী ও স্থানীয় মানুষদের মধ্যে। এরপরই বন্ধ করে দেওয়া হয় কাজ।

    নির্মাণ সংস্থার কর্মী বলদেব সিং বলেন, ‘রি-গার্ডারিং-এর কাজ আজকের মতো বন্ধ করে দেওয়া হলো। ব্লকেজ টাইম শেষ হয়ে গিয়েছে। যে দুটি গার্ডার তোলা হয়েছিল নামিয়ে দেওয়া হবে। পরবর্তী ব্লকেজের দিন ঘোষণা হলে ফের রি-গার্ডারিং-এর কাজ শুরু হবে।’ এই ঘটনায় ক্ষুব্ধ সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। রেল দপ্তর ও নির্মাণ সংস্থার উদাসীনতরা দিকে আঙুল তুলেছেন তিনি।

  • Link to this news (এই সময়)