আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউদাউ আগুনে ভস্মীভূত পরপর ন'টি দোকান। নববর্ষের আগে বিপুল ক্ষয়ক্ষতিতে মাথায় হাত ব্যবসায়ীদের।
জানা গেছে, এদিন ভোর তিনটে নাগাদ বনগাঁ বাটার মোড়ে একটি দোকানে প্রথমে আগুন লক্ষ করেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পাশাপাশি জুতোর দোকান, ব্যাগের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বনগাঁ দমকল বাহিনী থেকে তিনটি ইঞ্জিন ও গোবরডাঙ্গা থেকে একটি ইঞ্জিন এবং বনগাঁ পুরসভার জলের গাড়ি দিয়ে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কী করে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ এবং বনগাঁ থানার আইসি। গোপাল শেঠ জানিয়েছেন, 'আগুন লাগার পর বনগাঁ দমকল বিভাগ, বনগাঁ পুরসভা এবং সাধারণ মানুষ আগুন নেভানোর কাজ শুরু করেন। বাটার মোড়ে যে সমস্ত অস্থায়ী দোকান ছিল, তার মধ্যে ন'টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগামীতে বনগাঁ পুরসভা এই দোকানদারদের পাশে থাকবে।'