• দিনভর খোঁজ নেই শিশুর, রাতে মাটির নীচে মিলল দেহ, হাসনাবাদে চাঞ্চল্য...
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার দিনভর খোঁজ মেলেনি শিশু কন্যার। খোঁজাখুঁজির পর শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ পুলিশ কুকুর এলাকায় তদন্ত নামে। গভীর রাতে পুলিশ শিশুটির নিকট আত্মীয় এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। রাতে ওই কিশোরের কাছ থেকে তথ্য পেয়ে মাটির তলা থেকে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। 

    সাত বছরের শিশু কন্যা উদ্ধারের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই শিশু কন্যাকে খুনের অপরাধে ইতিমধ্যে পুলিশ কিশোরকে গ্রেপ্তার করেছে বলে খবর সূত্রের। 

     ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার মনোহরপুর এলাকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে সাত বছরের ওই শিশু কন্যা সাইমা খাতুন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে পরিবারের তরফ থেকে হাসনাবাদ থানায় নিখোঁজের অভিযোগ করে।

    অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। দিনভর খোঁজাখুঁজি করার পর শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ পুলিশ কুকুর এলাকায় তদন্ত নামে। গভীর রাতে মাটি খুঁড়ে উদ্ধার হয় শিশু কন্যার দেহ। রবিবার ওই কিশোরকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুণনির্মাণ শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)