যোগ্যদের পুনর্বহালের দাবিতে এসএসসি ভবন অভিযানে ১০ বামপন্থী সংগঠন
দৈনিক স্টেটসম্যান | ১৩ এপ্রিল ২০২৫
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মী। তারপর থেকে চাকরিহারাদের পাশাপাশি রাস্তায় নেমেছেন বিরোধীরাও। যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করা এবং দুর্নীতিতে যুক্ত রাঘববোয়ালদের শাস্তির দাবিতে আন্দোলনের পথে হাঁটতে চলেছে বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। ১৭ এপ্রিল এসএসসি’র মূল দপ্তর অভিযানের ডাক দিয়েছে তারা। ৯টি বাম ছাত্র-যুব সংগঠন এই অভিযানে পূর্ণ সংহতি জানিয়েছে।
এবিটিএ সূত্রে জানা গিয়েছে, এসএফআই, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, ডিওয়াইএফআই, এআইওয়াইএফ, আরওয়াইএফ, এআইওয়াইএল, পিওয়াইএফআইয়ের নেতা-কর্মীরা এসএসসি ভবন অভিযানে যোগ দেবেন। বামপন্থী সংগঠনগুলির অভিযোগ, রাজ্য সরকারের মদতেই এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ এই দুর্নীতি করেছে, যার ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সমাজের সমস্ত স্তরের শিক্ষানুরাগী মানুষকে অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এবিটিএ।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, ‘তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলার শিক্ষায় দলতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। স্কুল সার্ভিস কমিশন আজ দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত হয়েছে। প্রাইমারি সহ অন্যান্য নিয়োগ পরীক্ষাতেও দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারের দুর্নীতিগ্রস্তদের প্রতি প্রীতি বাংলার শিক্ষার সর্বনাশ করছে। ৮২০০টি স্কুল উঠে যাওয়ার মুখে। শিক্ষা খাতে বরাদ্দ খুবই নগণ্য। নতুন নিয়োগও প্রায় নেই বললেই চলে। যোগ্যদের পাশে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বরাবরই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’