প্রসেনজিৎ সর্দার: চৈত্রের গাজন গ্রামবাংলার খুব প্রাচীন ও ঐতিহ্যশালী এক অনুষ্ঠান। চড়ক, মানে চৈত্রসংক্রান্তির দিনে এই পরব শেষ। কিন্তু তার আগেই বড় সংকট এক সন্ন্যাসীর পরিবারে। চৈত্রের সন্ন্যসী হয়েছিল নবম শ্রেণীর এক ছাত্র। 'ঝাঁপ' থেকে পড়ে গুরুতর জখম হয় সে। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ধুঁড়ি এলাকায়।
গুরুতর জখম বালক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় ও নাকে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে জখম ছাত্রের বাবা জানিয়েছেন, মানত ছিল, মানত শোধ দিতে ধুঁড়ির এক শিবের মন্দিরে গিয়েছিলাম। সেখানে ঝাঁপ পড়ার জন্য বাঁশের মাচায় উঠেছিল ছেলে। আচমকাই সেখান থেকে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসন্তীর উত্তর চুনাখালির বাসিন্দা বাপি মণ্ডল ও তাঁর ছেলে পীযূষ মণ্ডল ধুঁড়িতে একটি শিবমন্দিরে এসেছিলেন। এই মন্দিরে শিবের কাছে কোনও ব্যাপারে মানত করেছিলেন বাপি মণ্ডল। দেবতার কাছে করা সেই মানত শোধ দিতেই ছেলেকে নিয়ে তিনি এখানে এসেছিলেন এদিন।
তারপর ঝাঁপের জন্য তাঁর ছেলে পীযূষ যথাসময়ে বাঁশের মাচার উপরে উঠেছিল। কিন্তু ঝাঁপের আগেই আচমকা সেখান থেকে নীচে পড়ে যায় সে। তার মাথায় ও নাকে আঘাত লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্র।
গাজন বা শিবের গাজন হল একটি বড় উৎসব যা মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পালিত হয়। এটি শিব, নীল এবং ধর্মরাজের মতো দেবতার সাথে অন্বিত একটি প্রথা। চৈত্রের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে বাংলা বছরের শেষ পর্যন্ত চলে গাজন-- দেখতে গেলে প্রায় এক সপ্তাহ। এটি চৈত্রের শেষ দিনে চড়ক পূজার মাধ্যমে শেষ হয়। এর পরদিনই নববর্ষ!