পূর্বস্থলীর সমুদ্রগড় রেল স্টেশনে বোমাতঙ্ক! আতঙ্ক এলাকায়, মোতায়েন পুলিশ
প্রতিদিন | ১৩ এপ্রিল ২০২৫
অভিষেক চৌধুরী, কালনা: রবিবার ভরদুপুরে বোমাতঙ্ক পূর্বস্থলীর সমুদ্রগড় রেল স্টেশনে! চারনম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় থাকা একটি জল নিকাশি পাইপের মধ্যে সকেট বোমের মতো একটি বস্তু পড়ে থাকতে দেখেন যাত্রী ও স্থানীয়রা। হুলস্থূল পড়ে যায় স্টেশন চত্বরে। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছন্দে চলছিল সমুদ্রগড়ের স্টেশনের কাজকর্ম। হঠাৎ স্থানীয়দের নজরে আসে নিকাশি পাইপের মধ্যে সকেট বোমার মতো কিছু একটা পড়ে আছে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। এলাকা ফাঁকা করে ঘিরে দিয়েছে পুলিশ। বস্তুটি আসলে বম্ব কি না, তা খতিয়ে দেখতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এই জায়গা দিয়ে স্থানীয় কৃষক বাজারে যাওয়ার রাস্তা আছে। স্থানীয়রা সেটি ব্যবহার করেন। পুলিশের তরফে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এলাকা।
ওই বস্তুটিতে আসলে কি? তা বম্ব স্কোয়াড আসলেই বোঝা যাবে। তবে সন্দেহজনক বস্তুটি ওখানে কী করে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে স্টেশন ম্যানেজারকে ফোন করা হলে তিনি কিছুই বলতে চাননি। মোতায়েন রয়েছে পুলিশ ।