• মুুর্শিদাবাদে গুলিবিদ্ধ আরও ১, বিএসএফের দিকে আঙুল তুলছে পরিবার
    প্রতিদিন | ১৩ এপ্রিল ২০২৫
  • কল্যান চন্দ্র, বহরমপুর: ফের গুলি চলল মুর্শিদাবাদে! ধুলিয়ানে আহত আরও এক যুবক। গুলিবিদ্ধ যুবক আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যালের আইসিইউতে ভর্তি রয়েছেন। কোমরে গুলি লেগেছে বলে খবর।

    গুলিবিদ্ধ যুবকের নাম সামসের নাদার। তিনি সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হিজলতলা এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, শনিবার গন্ডগোলের সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন যুবক। আহতের পরিবারের অভিযোগ, শনিবার সামসেরের কোমরে গুলি লেগেছে। তাঁদের অভিযোগ বিএসএফ গুলি চালিয়েছে। তবে কে গুলি চালিয়ে সরকারি ভাবে কিছু জানা যায়নি।

    শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান এলাকা। রাতেই বিএসএফ নামানো হয়। সেদিন থেকেই দফায় দফায় পুলিশ ও বিএসএফের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে জনতার। শনিবার সকালে বিএসএফের গুলিতে ২ জন আহত বলে খবর আসে। তাঁরা চিকিৎসাধীন। রবিবার সকালে আরও একজনের গুলি লাগার খবর ছড়িয়ে পড়ে। তিনি শনিবার আহত হয়েছেন।

    উল্লেখ্য, ওয়াকক সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ‘গুন্ডামি’তে পরিণত হয়েছে। বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। শনিবার রাত থেকেই ধুলিয়ান, সুতির বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে আধাসেনা। টহলদারি করছেন জওয়ানরা। চাপা উত্তেজনা থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।
  • Link to this news (প্রতিদিন)