সামনে পরব আসছে, হিন্দু জবাই করব, বলে গেছে হামলাকারীরা, দাবি শুভেন্দুর
হিন্দুস্তান টাইমস | ১৩ এপ্রিল ২০২৫
ওয়াকফ বিরোধী হিংসায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জে কুপিয়ে খুন করা হয়েছে বাবা ও ছেলেকে। শুক্রবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যজুড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবার তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারই মধ্যে রবিবার কলকাতায় দলীয় সভা থেকে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, হরগোবিন্দ দাসের হত্যাকারীরা বলে গেছে, আবার আসব, হিন্দুদের জবাই করব।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘হরগোবিন্দ দাস, চন্দন দাস, এরা বাড়িতে ছিল। এদের অপরাধ কী? এরা মূর্তি বানায়। এদের অপরাধ এরা হিন্দু। যে ভাবে চপার দিয়ে কেটেছে। আপনারা দেখেছেন হরগোবিন্দ দাসের মুখখানা? নাকের ওপর দিয়ে কোপ মেরেছে। মোদীজি, অমিত শাহজির নাম করে বলছিল, এটা তো কিছুই নয়। সামনে আমাদের পরব আসছে। আমরা জবাই করব হিন্দুদের।
আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়েছিলেন, এক লাখ ২৫ হাজার টাকার বাড়ি করেছিলেন। মোথাবাড়ি, সামসেরগঞ্জ, জঙ্গিপুর সুতিতে হে হিন্দু তোমার সব নিয়ে নিয়েছে এরা। তাই বাংলার হিন্দুকে জাতপাত ভুলে এক হতে হবে। আমরা সংখ্যায় কমছি, রোহিঙ্গা মুসলমান বাংলা দখল করছে।’