• শাহের দেওয়া ক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলায় নিজে থেকেই ময়দানে নামে BSF
    হিন্দুস্তান টাইমস | ১৩ এপ্রিল ২০২৫
  • রাজ্য সরকার কোনও অনুরোধ করেনি। নিজেদের ক্ষমতাবলে গত শুক্রবার ময়দানে নেমে পড়েছিল বিএসএফ। এমনই দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। রবিবার কলকাতায় চাকরিহারাদের চাকরি ফেরতের দাবিতে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। উল্লেখযোগ্যভাব এদিনের সভায় এক মঞ্চে দেখতে পাওয়া যায় দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে।

    এদিনের সভায় দিলীপবাবু বলেন, ‘পঁচিশ হাজার মানুষের চাকরি খাওয়ার পাপ থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে কিছু দেশবিরোধী উগ্রপন্থীকে নামিয়ে দিয়েছে। গত ২ দিন যে ঘটনা ঘটেছে, যদি বিএসএফ পরশুদিন সন্ধ্যা ৬টায় না নামত তাহলে সেদিনই অনেক মানুষ মারা পড়ত, অনেক ক্ষতি হত। পরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা হাইকোর্টে গেছেন নির্দেশ আনতে। কিন্তু তার আগেই অমিত শাহ বিএসএফকে যে ৫০ কিলোমিটারের মধ্যে সক্রিয় থাকার অনুমতি দিয়েছিলেন সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে বিএসএফ নেমে পড়েছিল।’

    গত শুক্রবার মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বিস্তীর্ণ এলাকায় ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে তাণ্ডব শুরু হয়। জাতীয় সড়ক অবরোধ করে পোড়ানো হয় একের পর এক গাড়ি। রেলগেটে ভাঙচুর করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এমনকী রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার বিকেলে ময়দানে নামে বিএসএফ। তবে বিজেপির অভিযোগ, তাকে কাজে লাগায়নি জেলা পুলিশ। রবিবার দিলীপবাবু দাবি করলেন, রাজ্যের অনুরোধে নয়, নিজেদের ক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলায় নেমেছিল BSF.
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)