সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্ন এলাকায় জল নিকাশি পাইপের মধ্যে সন্দেহজনক বস্তুকে নিয়ে আতঙ্ক। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। ঘিরে দেওয়া হয়েছে জায়গাটিকে। তবে, ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়নি বলে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সমুদ্রগড় রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় থাকা একটি জল নিকাশি পাইপের মধ্যে দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয় যাত্রীরা। অনেকেরই দাবি, সেগুলি দেখতে অনেকটা সকেট বোমার ন্যায় দেখতে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে। জায়গাটিকে ঘিরে ফেলা হয়। ঘটনাকে ঘিরে বোমাতঙ্ক সৃষ্টি হয় সমুদ্রগড় রেল স্টেশন এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে আরপিএফ, জিআরপি ও নাদনঘাট থানার পুলিশ।
এসডিপিও কালনা রাকেশ চৌধুরী জানিয়েছেন, বম্ব ডিসপোজাল স্কোয়াড বস্তুটি পরীক্ষা করে দেখছে। সেটা কোনও বিস্ফোরক পদার্থ কি না সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু জানানো যাচ্ছে না। পুলিশের তরফে স্টেশন সংলগ্ন রাস্তাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ। তবে সন্দেহজনক বস্তুটি ওখানে কী ভাবে এল? তা খতিয়ে দেখা হচ্ছে।