লর্ডসের ময়দান থেকে শুরু করে লন্ডন, ‘প্রিন্স অফ কলকাতা’-র বিচরণ সর্বত্র। এ বার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বোলপুরে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোলপুর পুরসভার তরফে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় ‘দাদা’-কে। জানা গিয়েছে, অনুষ্ঠানটিতে যাওয়ার জন্য সম্মত হয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই খুশি পুর কর্তৃপক্ষ।
এ দিকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলেরও। বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় আসবেন শুনে অনুব্রতবাবুও খুশি হয়েছেন। একই মঞ্চে দু’জনেই থাকবেন।’
বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫ বৈশাখ বিকেল ৩টে নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁকে বোলপুর পুরসভা এবং বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হতে চলেছে।
পর্ণা বলেন, ‘এই দিনটি বোলপুর এবং শান্তিনিকেতনবাসীর জন্য অত্যন্ত আবেগের। বিশেষ দিনটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পুরসভার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। তিনি সাড়া দিয়েছেন। আমরা অত্যন্ত খুশি।’
এ দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোলপুরে যাওয়ার খবর শুনে খুশি আট থেকে আশি। দাদাকে একবার সামনে থেকে দেখার জন্য যে ভিড় উপচে পড়বে, তা স্বাভাবিক। সেই কথা মাথায় রেখে সুরক্ষার সমস্ত আয়োজন করা হচ্ছে।