• লরির পিছনে ঢুকে গেল গাড়ি, গলসীতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত মহিলা, আশঙ্কাজনক আরও ৩ জন
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • পূর্ব বর্ধমানের গলসীর বড়দিঘী এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু একজনের। আশঙ্কাজনক অবস্থা আরও তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। হতাহত চার জন হাওড়ার বেলুড়ের বাসিন্দা। জানা গিয়েছে, একটি বিয়েবাড়িতে যোগ দিতে সড়কপথে তাঁরা দুর্গাপুরে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

    সূত্রের খবর, দুর্গাপুরে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন হাওড়ার বেলুড়ের বাসিন্দা নেহা আগরওয়াল ও তাঁর স্বামী নরেশ আগরওয়াল। গাড়িতে রাজেশ কুমার সিংঘানিয়া ও নীরজ দুবানিয়া নামে তাঁদের দুই আত্মীয়ও ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বেশ দ্রুত গতিতে চলছিল গাড়িটি। গলসীর বড়দিঘী এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে লরিটির পিছনে ঢুকে যায়।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসী থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, হাসপাতালে নিয়ে আসার আগেই নেহা আগরওয়ালের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। বাকি তিন জনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের বর্ধমান মেডিক্যাল থেকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    এ দিকে যে লরিটিকে ধাক্কা মেরেছিল গাড়িটি, সেটিকে আটক করেছে পুলিশ। তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘনার পর থেকেই পলাতক লরির চালক।

  • Link to this news (এই সময়)