• মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৫
  • মিড ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ প্রকল্পে ‘মেটেরিয়াল কস্ট’ বা উপাদান খরচ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। বাল বাটিকা বা প্রাক প্রাথমিক, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে বাড়ানো হলো বরাদ্দ। এর আগে গত নভেম্বরে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছিল। তা হলে ৬ মাসের মধ্যে ফের কেন এই সিদ্ধান্ত? সূত্রের খবর, মূল্যবৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত।

    বাল বাটিকা ও প্রাথমিকের ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ৫৯ পয়সা। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ৮৮ পয়সা। এত দিন প্রাথমিকে মিড ডে মিলের ক্ষেত্রে উপাদান খরচ বরাদ্দ ছিল ৬ টাকা ১৯ পয়সা। এ বার তা বেড়ে হলো ৬ টাকা ৭৮ পয়সা। অন্য দিকে উচ্চ প্রাথমিকে এত দিন যা ছিল ৯ টাকা ২৯ পয়সা, এ বার তা বেড়ে হলো ১০ টাকা ১৭ পয়সা।

    বাল ভাটিকা ও প্রাথমিক স্তরে শস্য কেনা হয় ২০ গ্রাম, উচ্চ প্রাথমিকে শস্য কেনা হয় ৩০ গ্রাম। সবজি কেনা হয় যথাক্রমে ৫০ গ্রাম ও ৭৫ গ্রাম। তেল কেনা হয় ৫ গ্রাম ও ৭.৫ গ্রাম। মশলাপাতি ও জ্বালানি প্রয়োজন মতো ব্যবহার করা হয়।

  • Link to this news (এই সময়)