আজকাল ওয়েবডেস্ক: গরু চড়াতে গিয়ে ঘটল বিপত্তি। ঝোঁপ থেকে আচমকা ছুটে এল গণ্ডার। আচমকা গণ্ডারের হামলায় আহত হলেন এক ব্যক্তি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
আহত ব্যক্তির নাম, আসিরুদ্দিন মিয়া। তিনি আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক পশ্চিম শিমলা বাড়ি এলাকার বাসিন্দা। রবিবার সকালে বাড়ির পাশে চিলাপাতা জঙ্গলের ধারে গরু চড়াতে যান। সেই সময় পাশের ভুট্টা ক্ষেত থেকে একটি গণ্ডার বেরিয়ে তাঁকে পেছন থেকে আক্রমণ করে। ঘটনায় আসিরুদ্দিন মিয়া'র শরীরে একাধিক জায়গায় আঘাত লাগে।
খবর পেয়েই বনদপ্তরের চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা আসিরুদ্দিন মিয়া'কে আহত অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিষয়ে আহত আসিরুদ্দিন মিয়া বলেন, 'সকালে বাড়ি থেকে গরু নিয়ে বেড়িয়েছিলাম। সেই সময় পাশের ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে একটি গণ্ডার আমাকে পেছন থেকে আক্রমণ করে। কিছু বোঝার আগেই আমি মাটিতে লুটিয়ে পরি। আমার শরীরের একাধিক জায়গায় গণ্ডারটি আহত করে। চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এলে গণ্ডারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।'
আহত আসিরুদ্দিন মিয়া'র আত্মীয় মতিয়ার রহমান বলেন, 'চিৎকার শুনে আমরা ভুট্টা খেতে গেলে আসিরুদ্দিন মিয়া'কে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। জানতে পারি ভুট্টা ক্ষেত থেকে গরু আনতে গিয়ে গণ্ডারটি আক্রমণ করে। এরপর আসিরুদ্দিন মিয়া'কে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাবুরহাট গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি।'