• অনলাইন শপিংয়ের জের, মফস্বল শহরেও চৈত্র সেলে ভাটা
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সেল! সেল! সেল! চারদিকে চৈত্রসেলের হাঁকডাকে কান পাতা দায়। কিন্তু বিক্রিবাটা কেমন? 

    বর্ধমানের উৎসব ময়দানে পয়লা চৈত্র থেকে বসেছে শহরের সেলের বাজার। সেখানেই ক্রেতাদের ভিড় জমছে। যদিও সেলের বিক্রির পরিমাণ এবারে কিছুটা কম বলেই জানিয়েছেন বিক্রেতারা।

    এর আগে শহরের ব্যস্ত রাস্তায় বসত সেলের বাজার। গত কয়েক বছর ধরে বর্ধমান পুরসভার উদ্যোগে উৎসব ময়দানে বসছে চৈত্র সেলের বাজার। নানারকম পোষাক, সাজার জিনিস, গেরস্থালির নানা সামগ্রী নিয়ে বিরাট জায়গা জুড়ে সেলের বাজার। রয়েছে অসংখ্য দোকান। থরে থরে সাজানো হরেক পশরা। অন্য সময়ের চেয়ে দামে অনেক সস্তা বলে এই বাজারে ক্রেতারা আসেন। তারা জানাচ্ছেন, এখানে ব্যবস্থা ভাল। বাইক, সাইকেল রাখা যায়। আর দামেও বেশ খানিকটা কম। 

    অন্যদিকে বিক্রেতারা জানান,আগে সেলের বাজার বসত টাউন হল ময়দানে। শহরের মাঝখানে হওয়ার কারণে লোকের ভিড় থাকত এর চেয়ে বেশি। এখানে বিক্রেতাদের ভাড়া-সহ অনেক খরচ। তাই লাভ কম। এবারে বাজার আরও হওয়া উচিত ছিল বলে তাদের মত। অনলাইন শপিংয়ের বাড়বাড়ন্তের জেরেই বিক্রি কম বলে ধারণা। 

    তবে পয়লা বৈশাখ পর্যন্ত এই বাজার থাকবে। বাকি কয়েকটা দিন পুষিয়ে দেবে এই আশায় রয়েছেন ব্যবসায়ীরা। 
  • Link to this news (আজকাল)