আজকাল ওয়েবডেস্ক: ১৯৬১ সালের এই দিনে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগরিন ইতিহাস গড়েছিলেন — তিনিই প্রথম মানুষ যিনি মহাকাশে পাড়ি দেন। তাঁকে স্মরণ করে আজ ‘কসমোনটিক্স ডে’ উপলক্ষে কলকাতায় রাশিয়ান কনসুলেট জেনারেল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে রাশিয়ান কনসুলেট থেকে একটি বিবৃতিতে বলা হয়, “এই ঐতিহাসিক দিনে আমরা ভারতের জনগণ ও রাশিয়ার বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলা গিটারিস্ট ও সংগীতশিল্পী শঙ্খ এস. ঘোষ ও কলকাতায় রাশিয়ার ভাইস-কনসাল একাতেরিনা তিউরিনার সঙ্গীত পরিবেশনা। তাঁরা একসঙ্গে পরিবেশন করেন জনপ্রিয় রাশিয়ান গান “Trava u doma”, যেটি ১৯৮০-এর দশকে রাশিয়ার ব্যান্ড 'জেমলিয়ানে' পরিবেশন করে। মহাকাশ থিমে লেখা এই গানটিকে অঘোষিতভাবে রাশিয়ান মহাকাশচারীদের জাতীয় সংগীত হিসেবে ধরা হয় এবং এখনও তা রাশিয়ার মানুষের মধ্যে গর্ব ও আবেগ জাগায়।
রাশিয়ান কনসুলেট এই দিনটিকে ঘিরে ভারত-রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান জানান। কলকাতার গোর্কি সদনে রাশিয়ান ভাষা ও সঙ্গীত শেখার কোর্সে আগ্রহীদের যোগদানের আমন্ত্রণও জানানো হয়।