• 'SSC-ইস্যু থেকে নজর ঘোরাতে বিশৃঙ্খলা', মুর্শিদাবাদকাণ্ডে রাজ্যকে আক্রমণ নওশাদের
    আজ তক | ১৪ এপ্রিল ২০২৫
  • আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যোগ্য, অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করেত না পারার জন্য ২৬  হাজারের মতো চাকরি বাতিল হয়েছে। এই বিষয়ে রাজ্যের যিনি প্রধান আছেন, যিনি শিক্ষা দফতরের ন্ত্রী আছেন বা SSC বা পর্ষদ ঠিকঠাক জবাব দিতে পারছে না। মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ধর্ম ধর্ম নিয়ে মানুষ আলোচনা করবে। রাজ্যে SSC চাকরিহারা ইস্যু ঢাকতে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতে চাইছে সরকার, এমনই বিস্ফোরক তোপ দাগলেন নওশাদ সিদ্দিকী। 

    ওয়াকফ বিল বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে মুসলিম সমাজ। দিকে দিকে আন্দোলনের জেরে তুলকালাম কান্ড। আর ওয়াকফ বিলের আঁচ এসে পড়েছে বাংলায়।  মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ রণক্ষেত্রের চেহারা নিয়েছে। একাধিক এলাকায় ঝামেলার ঘটনা ঘটে। অবরোধ করা হয় ট্রেন চলাচল। ক্ষতিগ্রস্ত হয় একাধিক অফিস। হামলা হয় পুলিশ কর্মীদের উপরও। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যাতে সরকারি সম্পত্তি নষ্ট না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

    এই পরিস্থিতি ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী গোটা ঘটনার পিছনে কোনও চক্রান্ত থাকতে পারে বলে আঁচ করছেন। তিনি বলেন- আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যেভাবে যোগ্য অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করেত না পারার জন্য ২৬  হাজারের মত চাকরি বাতিল হয়েছে । এই বিষয়ে রাজ্যের যিনি প্রধান আছেন, যিনি শিক্ষা দফতরের মন্ত্রী আছেন বা SSC বা পর্ষদ ঠিকঠাক জবাব দিতে পারছে না। মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ধর্ম ধর্ম নিয়ে মানুষ আলোচনা করবে। এইরকম কোনও সুড়সুড়ি  থাকতে পারে। আমাদের রাজ্যে একটা রাজনৈতিক দল আছে, যাঁরা মেরুকরণের রাজনীতি করতে সিদ্ধহস্ত। মেরুকরণ করে তাঁরা ক্ষমতায় আসতে চাইছে।  মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকার ও প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন নওশাদ সিদ্দিকী। পুলিশ সক্রিয় থাকলে আজকে মুর্শিদাবাদের এই ঘটনা ঘটত না। বাংলার সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই বার্তাও দেন তিনি।

    সংবাদদাতা- তপন কুমার নস্কর
     
  • Link to this news (আজ তক)