• চাকরি হারিয়েছেন অঙ্কের ৩ শিক্ষকই, চিন্তায় স্কুলের প্রধান শিক্ষক
    দৈনিক স্টেটসম্যান | ১৪ এপ্রিল ২০২৫
  • গড়বেতার নামকরা স্কুল ব্যানার্জীডাঙা হাইস্কুল। সেই স্কুলের মোট ৮ জন শিক্ষক ও শিক্ষাকর্মী সুপ্রিম রায়ে চাকরিহারা। তার মধ্যে ৬ জন শিক্ষক। ছয় শিক্ষকের মধ্যে পাঁচজনই বিজ্ঞান বিভাগের। স্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন সর্বসাকুল্যে ৩ জন। তাঁদের চাকরি খোয়া যাওয়ার পর স্কুলে অঙ্কের শিক্ষক আর কেউ রইলেন না। অথৈ জলে পড়েছেন ব্যানার্জীডাঙা হাইস্কুলের প্রধান শিক্ষক।

    ফিজিক্স, কেমিস্ট্রির শিক্ষকদের দিয়ে নিচু ক্লাসের অঙ্কের ক্লাস নেওয়া গেলেও সমস্যা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির অঙ্কের ক্লাস যাওয়ার ক্ষেত্রে। অন্য কোনও বিষয়ের শিক্ষক শিক্ষিকারা ক্লাস নিলেও সমস্যা থেকেই যাচ্ছে। সমস্যায় পড়ছে পড়ুয়ারাও। স্কুলের প্রধান শিক্ষক প্রদ্যুৎ চক্রবর্তী জানান, স্কুলের অবস্থা শোচনীয়। একই সঙ্গে ছ’জন শিক্ষক-শিক্ষিকা ও দু’জন শিক্ষাকর্মী নেই। দু’মাস আগে আরও এক শিক্ষক কলেজে চাকরি পেয়ে চলে গিয়েছেন। নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে তিনজন গণিতের শিক্ষক ছিলেন। তিনজনের চাকরি গেল। স্কুলে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী। অঙ্কের শিক্ষক নেই। কী ভাবে স্কুল চালাবো কিছুই ভেবে পাচ্ছি না।

    নিরুপায় হয়ে স্কুল চালাতে শিক্ষিত প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছেই আবেদন করবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, প্রাক্তন ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় যদি ক্লাস করে দেন, তা হলে পড়ুয়ারাও বাঁচবে।

    ওই স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায়। তিনি জানান, স্কুলে অঙ্কের শিক্ষক নেই। এটা খুবই চিন্তার বিষয়। প্রায় ২৬ হাজার চাকরি যাওয়ায় শূন্য পদে শিক্ষক নিয়োগ কবে হবে জানেন না কেউই। তবে দ্রুত শিক্ষক নিয়োগ হলে, পড়ুয়াদের উপকার হয়। বিষয় অনুযায়ী শিক্ষক থাকলে পড়াশোনার মান বজায় থাকে বলেই জানিয়েছেন প্রধান শিক্ষক। সরকারি তৎপরতায় দ্রুত নিয়োগ হোক স্কুলে, চাইছেন পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)