• বিকট শব্দ, চোখের সামনে ভেঙে পড়ল কোলাঘাট তাপবিদ্যুত্ কেন্দ্রের ২ চিমনি
    ২৪ ঘন্টা | ১৪ এপ্রিল ২০২৫
  • কিরণ মান্না: অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর এবং দু'নম্বর ৭০০ মিটার উচ্চতা সম্পন্ন দুই চিমনি। ফলে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলা হল ওই দুই চিমনি। লোমহর্ষক ওই কাণ্ডে দেখতে ভিড় জমান বহু মানুষ।

    রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় ১৯৮৪ সালে তৈরি হয়েছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিম বঙ্গের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেছেদায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র (KTPP) ভারতের ষষ্ঠ পরিকল্পনাকালে ( ১৯৮০-৮৫ ) তৈরি হয়েছিল।

    কেন্দ্রটি যখন প্রথম চালু হয় তখন KTPP-তে মাত্র একটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ছিল। কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটে ১৯৮৫ সালে। যখন দুটি পর্যায়ে অতিরিক্ত পাঁচটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট তৈরি হয়ে যায়। এর মধ্যে এর প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই ইউনিটগুলির চিমনি আজ ধ্বংস করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি চিমনি ভেঙে ফেলা হয়। ফলে মোট ৬টা চিমনির মধ্যে রইল আর মাত্র ৪টি চিমনি।

  • Link to this news (২৪ ঘন্টা)