শুধু বাংলা নয়, রাজধানীতেও আন্দোলন চালানোর বার্তা দিলেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশ। আগামী বুধবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসতে চলেছেন তাঁরা। রবিবার বিকেলে ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’-এর সদস্যরা একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন। ২০১৬ সালের এসএসসি-র প্যানেলের বেশ কিছু চাকরিহারা, যাঁরা নিজেদের যোগ্য বলে দাবি করেছেন, তাঁরা এই ঐক্যমঞ্চটি তৈরি করেছেন।
আগামীকাল (সোমবার) বিকেল ৫টায় বিভিন্ন আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিদের আইনি পরামর্শ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এই মঞ্চের তরফে। পয়লা বৈশাখ বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৪ এপ্রিল, সোমবারই চাকরিহারাদের একটি প্রতিনিধি দল বাসে রওনা দেবে যন্তরমন্তরের উদ্দেশে। দুপুর ১২টায় বাস ছাড়বে ওয়াই চ্যানেল থেকে। যে রাজ্যগুলির উপর দিয়ে বাস যাবে সেখানে লিফলেট বিলি করে চাকরিহারাদের সমস্যার কথা জানানো হবে। ১৬ এপ্রিল যন্তরমন্তরে ধর্না কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।
যে সমস্ত চাকরিহারারা স্কুলে যাচ্ছেন, তাঁরা একটি ব্যাজ পরে আগামী ১৭ তারিখ থেকে স্কুলে যাবেন। আন্দোলনকারী চাকরিহারারাও এই ব্যাজ পরে থাকবেন। ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়ার হয়েছে। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হবেন চাকরিহারারা। ২৩ এবং ২৮ এপ্রিল রাস্তায় রাস্তায় পথসভাও করবেন তাঁরা।
আগামী ১ মে থেকে ৭ মে পর্যন্ত রিলে অনশন করবেন এই সংগঠনের চাকরিহারারা। পাশাপাশি ৭ মে থেকে আমরণ অনশন শুরুর ডাক দিয়েছেন তাঁরা। ১৮ এবং ১৯ এপ্রিল বিভিন্ন জেলায় গণ স্বাক্ষর সংগ্রহ করবেন চাকরিহারারা।