ছন্দে ফিরছে অশান্ত মুর্শিদাবাদ। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ এলাকায় ধীরে ধীরে দোকানপাট খুলেছে পুলিশি নির্দেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে BSF-ও। যদিও এখনও চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। পাশাপাশি গোটা পরিস্থিতির উপর নজরদারি রাখার কথা জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও।
মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। BSF এবং স্থানীয় পুলিশের থেকে বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। যে কোনও রকম পরিস্থিতির জন্য আরও বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যেই নয় কোম্পানি BSF রয়েছে। রাজ্য পুলিশও সক্রিয়। হিংসা ছড়ানোর অভিযোগে বহু ব্যক্তিকে আটক করা হয়েছে। কোনও দুষ্কৃতী এবং তাদের গডফাদারদের হিংসা ছড়াতে দেওয়া হবে না। কড়া হাতে দমন করা হবে তাদের। আইন হাতে নিতে দেওয়া হবে না কাউকে। বাংলায় কোনও সংঘর্ষ চলবে না।’
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের DIG PRO নীলোৎপল কুমার পাণ্ডে বলেন, ‘গতকাল পরিস্থিতি খারপ হয়েছিল। সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় আমাদের উপর পেট্রল বোমা ছোড়া হয়েছিল। পাথর ছোড়া হয়েছিল। এই দুষ্কৃতীরাই পরিবেশ নষ্ট করছে। আজ পরিস্থিতির উন্নতি হয়েছে। আর নতুন করে BSF-এর উপর আক্রমণ হয়নি।’