সংবাদদাতা, বালুরঘাট: ভূমিদপ্তরের আধিকারিকরা অভিযানে যাওয়ার আগেই পালিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা। আধিকারিকদের গাড়ি দপ্তর থেকে বেরিয়ে কোন পথে কোথায় যাচ্ছে, তার উপর নজর রাখছে মাফিয়ারা। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে তারা এই নজরদারি চালাচ্ছে।
সূত্রের খবর, আধিকারিকদের অভিযানের খবর যথাসময়ে পৌঁছে দিতে বালি মাফিয়ারা সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপ বানিয়েছে। সেখানে আগাম খবর পৌঁছে দেওয়া হচ্ছে। আর সুযোগ বুঝে ধরা পড়ার আগে পালিয়ে যাচ্ছে মাফিয়ারা।
এভাবে ভূমি দপ্তরের আধিকারিক ও কর্মীদের উপর নজরদারি চালিয়ে বালুরঘাট, কুমারগঞ্জে আত্রেয়ী নদীর বুকে বিভিন্ন চরে ট্রাক্টর নামিয়ে দিনরাত চলছে বালি চুরির কর্মযজ্ঞ। মাফিয়াদের এমন কৌশলে মাথায় হাত পড়েছে ভূমিকর্তাদের।
দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসক (ভূমি) হারিস রাশিদ বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। সোশ্যাল মিডিয়ায় ইনফরমেশন দেওয়ার অভিযোগে আমরা কয়েকজনকে হাতেনাতে ধরেছি। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এবিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
আত্রেয়ী বাঁধ ভেঙে যাওয়ায় পাগলিগঞ্জ থেকে ট্যাঙ্ক মোড় পর্যন্ত নদীর জল শুকিয়ে গিয়েছে। এই সুযোগে নদীতে ট্রাক্টর নামিয়ে দেদারে চলছে বালি চুরি। ভূমিদপ্তরের আধিকারিকদের উপর বিশেষ নজরদারি চালিয়ে এই চুরি চলছে। সূত্রের খবর, পানের দোকান থেকে চৌপথি, বিভিন্ন জায়গায় লোক রাখছে মাফিয়ারা। ভূমিদপ্তরের আধিকারিকদের গাড়ির তালিকাও তাদের কাছে থাকছে। কোন গাড়ি কোন দিকে যাচ্ছে, সারাদিন তার নজর রাখছে মাফিয়ারা।
আধিকারিকরা অভিযানে নামার আগে সেই খবর পৌঁছে যাচ্ছে। বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান জারি রয়েছে বলে জানান অতিরিক্ত জেলাশাসক। বলেছেন, আমাদের টিম বিভিন্নভাবে প্রতিদিন কোথাও না কোথাও অভিযান চালিয়ে জরিমানা করছে।