মালদহের ‘সাদা ক্যানভাস’ ব্যান্ডের ‘রাধা’ মিউজিক ভিস্যুয়াল গানের উদ্বোধন
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, মালদহ: শনিবার সন্ধ্যায় মালদহের ‘সাদা ক্যানভাস’ ব্যান্ডের উদ্যোগে ইংলিশবাজার শহরের টাউন হলে আনুষ্ঠানিক ভাবে ‘রাধা’ মিউজিক ভিস্যুয়াল গানের উদ্বোধন হয়েছে। শুধু তাই নয়, ওই ব্যান্ডের মোট চারটি ভিডিও দর্শকদের দেখানো হয়। এছাড়াও একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ওই মঞ্চ থেকে জেলার একাধিক বিশিষ্ট শিল্পীকে সম্মান জানানো হয়েছে। ওই মিউজিক ভিস্যুয়াল গান দেখে দর্শকরা বেশ আপ্লুত হয়েছেন। তাঁরা ওই টিমের বেশ প্রশংসা করেছেন। সাদা ক্যানভাস ব্যান্ড সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাজের চিন্তাভাবনা শুরু হয় ২০১৫ সাল থেকে। সেই সময় সহকারী অধ্যাপক দেবরাজ রায় চৌধুরী কবিতা লিখতেন। তাঁর কবিতা দেখে জেলার চিকিৎসক ধুর্জটি প্রসাদ রায় সুর দিয়ে গানের সূচনা করেন। জেলার বিশিষ্ট বুদ্ধিজীবী কামাল মোস্তাফা সহযোগিতা করেন। তাঁরা ধাপে ধাপে কবিতাগুলিতে সুর দিয়ে গানে রূপান্তরিত করতে শুরু করেন। গানগুলির অডিও রেকর্ড করা হয়। তাঁদের পরিকল্পনা ছিল গানগুলি জেলার শিল্পীদের দ্বারা অভিনয়ের মাধ্যমে ভিস্যুয়াল হিসেবে দেখিয়ে দর্শকদের মন জয় করা। তারপর থেকে তাঁরা চারটি ভিডিও বানিয়ে তাক লাগিয়ে দেন। ওই টিমের প্রথম কাজ ‘মালদহ মালদহ’, দ্বিতীয় ‘ইচ্ছে নদী’, তৃতীয় ‘হয়রান হয়ে খুঁজছি তোমায়’ গানগুলি ইতিমধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে। চতুর্থ কাজ ‘রাধা’। রাধা গানে অভিনয় করেছেন কলকাতার বিশিষ্ট অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, অভিনেত্রী হিসাবে কাজ করেছেন মালদহের আয়ুষী চক্রবর্তী। এছাড়াও ক্যানভাস ব্যান্ডের টিমের সঙ্গে সাগর সাহা, দেবাংশু দত্ত, অনিন্দ্য ভট্টাচার্য, সন্দীপ চট্টোপাধ্যায়, সাজেন গুপ্তা, সাবির দত্ত, ঋতুপর্ণা গঙ্গোপাধ্যায়ের মতো সদস্যরা যুক্ত রয়েছেন। তাঁরা নিজেদের সেরা দিয়ে কাজ করছেন। ব্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সাদা ক্যানভাস ব্যান্ডের অন্যতম সদস্য ধুর্জটি প্রসাদ রায় বলেন,আমরা মালদহের বাসিন্দা। মালদহকে প্রমোট করতে এমন উদ্যোগ। মালদহ বলতে আমরা গর্ব বোধ করি। আমাদের ‘রাধা’ মিউজিক ভিডিওতে একজন অভিনেতাকে শুধু কলকাতা থেকে নেওয়া হয়েছে। বাকি তিনটি কাজ সব জেলার ছেলে মেয়েদের নিয়েই। জেলার শিল্পীদের আমরা আগামী দিনে সম্মানিত করব। তাঁদের উৎসাহ এবং সহযোগিতা করা আমাদের মূল লক্ষ্য। - নিজস্ব চিত্র