পুরাতন মালদহের মৌলপুরকে মহকুমা হাসপাতালে উন্নীত করার প্রস্তাব
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুরাতন মালদহের মৌলপুর গ্রামীণ হাসপাতালকে মহকুমা সদর হাসপাতালে উন্নীত করার প্রস্তাব পুরসভার চেয়ারম্যানের। এনিয়ে বোর্ড মিটিংয়ে প্রস্তাব পাশ করিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে মালদহ জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের কাছে। চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, আমরা প্রশাসনকে আমাদের মৌলপুর গ্রামীণ হাসপাতালকে মহকুমা সদর হাসপাতালে উন্নীত করার প্রস্তাব দিয়েছি। এর ফলে পুরাতন মালদহ সহ বিস্তীর্ণ এলাকার বহু মানুষ উপকৃত হবেন।
পুরাতন মালদহের ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার বলেন, মৌলপুর গ্রামীণ হাসপাতালকে মহকুমা সদর হাসপাতাল করা হলে খুবই ভালো হয়। আমিও চাইছি। অনেক জায়গা পড়ে আছে। আমাদের এলাকার অনেক উপকার হবে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, যেকোনও গ্রামীণ হাসপাতাল সাধারণত ৩০ শয্যা বিশিষ্ট হয়ে থাকে। সেই ক্ষেত্রে মৌলপুর গ্রামীণ হাসপাতাল ৪০ শয্যা বিশিষ্ট। এখানে আপাতত প্রাথমিক কিছু চিকিৎসা করা হয়। যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়ারিয়া। তবে এই সমস্ত রোগীদের শারীরিক অবস্থা গুরুতর হলেই তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখানে গর্ভবতী মায়েদের প্রসব করান হয়।
মৌলপুর গ্রামীণ হাসপাতালকে মহকুমা সদর হাসপাতালে উন্নীত করলে সাধারণ মানুষের কী কী সুবিধা হবে? ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, প্রথমত ৪০ শয্যা বেড়ে ন্যূনতম ১০০ শয্যা বিশিষ্ট হয়ে যাবে। সদর মহকুমা হাসপাতাল হিসেবে এখানে তখন অর্থপেডিক, সার্জারি, মেডিসিন, গাইনো, পেডিয়াট্রিকের মতো গুরুত্বপূর্ণ বিভাগ চালু হয়ে যাবে। অর্থপেডিক বিভাগ চালু হলে এখানে এক্স-রে পরিষেবা চালু হবে। এখানে অপারেশন থিয়েটার চালু হবে। সমস্ত স্পেশ্যালিস্ট চিকিৎসকরা এখানে আসবে। তাঁরা এলে ওই সমস্ত বিভাগের ওপিডি চালু করা যাবে। যেমন মেডিক্যাল কলেজ বা জেলা সদর হাসপাতালগুলিতে থাকে।
একটি গ্রামীণ হাসপাতালে ব্লাডব্যাঙ্ক থাকে না। মৌলপুরকে গ্রামীণ থেকে মহকুমা সদর হাসপাতালে উন্নীত করা হলে এখানে ব্লাডব্যাঙ্ক চালু হবে। ফলে এখানে যেকোনও রোগী এলে তাঁকে ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসা পরিষেবা প্রদান করা যবে। বাকি ২৫ থেকে ৩০ শতাংশ চিকিৎসা পরিষেবার জন্য মেডিক্যাল কলেজে পাঠানো হবে। মৌলপুর গ্রামীণ হাসপাতালে এখন ডেঙ্গু, ম্যালেরিয়া, হিমোগ্লোবিনের মতো কিছু রক্তের পরীক্ষা করা হয়। মহকুমা সদর হাসপাতাল হলে এখানে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার করানো যাবে।