তিন ধরনের কার্ড দিয়ে দেশের সব প্রান্তে তোলা যাবে রেশন
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার কাজ এখনও চলছে। ব্লক খাদ্যদপ্তর জানিয়েছে, ৯৮.৫৩ শতাংশ গ্রাহকেরা ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে। প্রত্যেকেই যেন ই-কেওয়াইসি করে নেন তার প্রচার চলছে। ইতিমধ্যেই বেশকিছু কার্ড ব্লক হয়ে গিয়েছে। যাঁদের কার্ড বন্ধ হয়েছে তাঁদের নামের তালিকা সংশ্লিষ্ট রেশন দোকানে সাঁটিয়ে দেওয়া হচ্ছে। খাদ্যদপ্তর জানিয়েছে, তিনরকম রেশন কার্ড আছে, যেগুলি দিয়ে দেশের যেকোনও প্রান্ত থেকেই রেশন সামগ্রী উপভোক্তারা সংগ্রহ করতে পারবেন। এই কার্ডগুলি হল, পিএইচএইচ, এএওয়াই এবং এসপিএইচএইচ কার্ড।
ময়নাগুড়ি ব্লক খাদ্যদপ্তর থেকে জানা গিয়েছে, রেশন পরিষেবা যেন সকলে পান তাই বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে। কোনওভাবেই যেন কার্ড বন্ধ না হয় সেজন্য উপভোক্তাদের ই-কেওয়াইসি দিতে বলা হচ্ছে। তিন মাস কেউ রেশন না নিলে সেই কার্ড বন্ধ হয়ে যায়। ময়নাগুড়ি ব্লকে ৩ লক্ষ ৩০ হাজার রেশন গ্রাহক রয়েছেন বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। রেশন ডিলার ৫৮ জন। ময়নাগুড়ি ব্লক খাদ্য পরিদর্শক রাজেশ পণ্ডিত বলেন, ব্লকে সিংহভাগ রেশন উপভোক্তা আধার ও রেশন কার্ড লিঙ্ক করে নিয়েছেন। অনেক পরিযায়ী শ্রমিক আছেন, যাঁরা জানেন না তাঁদের কাছে পিএইচএইচ, এএওয়াই এবং এসপিএইচএইচ-এর যেকোনও একরকম কার্ড থাকলে তাঁরা দেশের যেকোনও প্রান্ত থেকে রেশন তুলতে পারবেন। এ নিয়ে ধারাবাহিক প্রচারের ফলে এখন রেশন কার্ড বন্ধ কম হচ্ছে।