• নবদ্বীপে তৃণমূল কাউন্সিলারকে গালিগালাজের অভিযোগ
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: তৃণমূলের কাউন্সিলারের বাড়িতে দলবল নিয়ে গালিগালাজের অভিযোগ উঠল বিজেপির মহিলা নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার বিকালে বিজেপি নেত্রী মুনমুন মল্লিকের নেতৃত্বে প্রায় দেড়শো মহিলা তৃণমূল কাউন্সিলার নিতাইচন্দ্র দাসের বাড়িতে যায় ও গালিগালাজ করে। এমনকী ওই কাউন্সিলারের স্ত্রী ও মেয়েকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। রাতেই তৃণমূল কাউন্সিলার ওই বিজেপি নেত্রী সহ ১১জনের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 

    প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহে নবদ্বীপধাম স্টেশন সংলগ্ন এলাকায় এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। ওই নির্যাতিতার বাড়িতে তিনি কেন যাননি? সেজন্য কাউন্সিলারকে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ। কাউন্সিলার বলেন, যাদের নামে শ্লীলতাহানির অভিযোগ হয়েছে পুলিস তাদের গ্রেপ্তার করেছে। বিষয়টি পুলিস দেখছে। এতে কাউন্সিলারের কোনও ভূমিকা নেই। তবুও ওরা বাড়িতে এসে গালিগালাজ করেছে। 

    এবিষষয়ে নবদ্বীপ দক্ষিণ মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মুনমুনদেবী বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন অসামাজিক কাজকর্ম হচ্ছে। একটা মেয়ের প্রতি অত্যাচার হয়েছে কাউন্সিলার তাঁর কোনও খোঁজ নিলেন না। সেজন্য কাউন্সিলারকে বিষয়টি জানাতে গিয়েছিলেন ওখানকার মহিলারা। এছাড়াও কোনও কিছুই হয়নি। কাউন্সিলার যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।
  • Link to this news (বর্তমান)