বাঁকুড়ায় নতুন করে দেড় লক্ষেরও বেশি পরিবারকে পানীয় জলের সংযোগ
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় নতুন করে দেড় লক্ষেরও বেশি পরিবারকে পানীয় জলের সংযোগ দিতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর(পিএইচই)। পানীয় জলের সঙ্কট মেটাতে ৯০টি নতুন প্রকল্প হাতে নিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। জেলার বিভিন্ন ব্লক এলাকায় ওইসব প্রকল্প রূপায়িত হবে। তার ফলে সাড়ে ছ’লক্ষ জেলাবাসী উপকৃত হবেন। আগে থেকে চালু হওয়া প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নতুনগুলিও রূপায়ণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাঁকুড়া ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ঋতম ভট্টাচার্য জানিয়েছেন। এর ফলে রুখাশুখা বাঁকুড়ায় পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে বলে পিএইচই কর্তৃপক্ষ দাবি করেছে। এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, ৯০টি নতুন প্রকল্পের মাধ্যমে ১ লক্ষ ৬৫ হাজার ৪৩১টি পরিবার পানীয় জল পাবে। সেই হিসেবে পরিবারপিছু চারজন সদস্য ধরলেও মোট সাড়ে ছ’লক্ষ বাসিন্দা উপকৃত হবেন। চলতি গরমের মরশুম থেকেই যাতে ওইসব পরিবার জল পায়, তা দেখা হচ্ছে। নতুন প্রকল্পগুলি রূপায়ণ করতে মোট ৮০২ কোটি টাকা খরচ পড়বে। বাঁকুড়ার বাসিন্দা অশোক চট্টোপাধ্যায়, চিন্ময় দাস বলেন, জেলার বহু জায়গায় এখনও নলবাহিত পানীয় জল পরিষেবা চালু হয়নি। পিএইচই কর্তৃপক্ষ নতুন জলপ্রকল্প হাতে নিলে বহু মানুষের উপকার হবে। গরমে জলকষ্ট থেকে রেহাই মিলবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় কয়েকটি বড় জল প্রকল্প রূপায়িত হয়েছে। সেইসব প্রকল্প থেকে বহু মানুষ ইতিমধ্যেই জল পেতে শুরু করেছে। কিছু জায়গায় জমিজট সহ অন্যান্য কারণে প্রকল্প থমকে ছিল। ফলে তা শেষ করতে কিছুটা সময় লাগছে। ওই ধরনের প্রকল্পের মধ্যে গঙ্গাজলঘাটি-মেজিয়া জল প্রকল্প উল্লেখযোগ্য। জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেখানকার সমস্যা মিটে যাওয়ায় বাসিন্দারা শীঘ্রই জল পাবেন বলে আধিকারিকরা জানিয়েছেন। বড় জল প্রকল্প বাস্তবায়ন করতে প্রচুর টাকা প্রয়োজন। প্রকল্প রূপায়ণও সময় সাপেক্ষ। সেই কারণে গ্রাম ভিত্তিক ছোট ছোট পানীয় জল প্রকল্পের উপর পিএইচই কর্তৃপক্ষ জোর দিয়েছে।