সংবাদদাতা, বনগাঁ: খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক দাদুর বিরুদ্ধে। ঘটনাটি বাগদা থানা এলাকার। রবিবার ভোরে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিমল ঘোষ (৭৪)। তিনি তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি ছিলেন। ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত বুধবার নাবালিকা বাড়িতে একাই ছিল। তখন অভিযুক্ত দাদু তাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণও করেন বলে অভিযোগ। নাবালিকা বাড়িতে এসে ঘটনার কথা জানায়। শনিবার রাতে বাগদা থানায় ওই দাদুর বিরুদ্ধে অভিযোগ করে নাবালিকার পরিবার। তার ভিত্তিতে পুলিস তাঁকে গ্রেপ্তার করে। নাবালিকার মা বলেন, মেয়েকে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওর সঙ্গে নোংরা কাজ করেছেন বৃদ্ধ। মেয়ে তাঁকে দাদু বলে ডাকতো। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে, বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ধৃত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য পুলিসকে ধন্যবাদ। এবিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেন, বয়সের ভারে অভিযুক্ত এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তেমনভাবে যুক্ত নেই। তবে আইন আইনের পথে চলবে। তিনি দোষী হলে পুলিস ব্যবস্থা নেবে।