• দেড় হাজার কিলোমিটার পথ পেরিয়ে দুষ্কৃতীর ঠাঁই শিয়ালদহ জিআরপিতে
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপরাধী ধরতে পুলিসের ভিন রাজ্য অভিযানের কথা অনেক শোনা যায়। কিন্তু চলতি ট্রেনেই এক ছিনতাইবাজকে হাতেনাতে ধরে দেড় হাজার কিলোমিটার যাত্রা শেষে তাঁকে পুলিসের জিম্মায় তুলে দেওয়ার নজির খুব একটা নেই। এমনই বিরল ঘটনা ঘটেছে বিকানির-শিয়ালদহ দুরন্ত (১২২৬০) এক্সপ্রেসে।

    শুক্রবার রাজস্থানের বিকানির স্টেশন থেকে দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ দুরন্ততে ওঠেন স্বর্ণলতা যোশী (৪৫)। ট্রেনটি সেখান থেকে প্রায় ৪৬৩ কিলোমিটার পথ পেরিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নিউ দিল্লি স্টেশনে পৌঁছয়। যাত্রী ওঠানামার জন্য ওই ট্রেনটি রাজধানীর ওই স্টেশনে ১৫ মিনিট দাঁড়িয়েছিল। সেই সুযোগে এক দুষ্কৃতী ট্রেনের বি-১০ কোচে উঠে পড়েন। ওই কোচেই পাঁচ নম্বর বার্থে ছিলেন স্বর্ণলতাদেবী। দুরন্ত এক্সপ্রেস নিউ দিল্লি স্টেশন ছাড়ার কিছু পরেই ওই কোচের যাত্রীরা রাতের খাওয়া-দাওয়া সেরে বিশ্রামের প্রস্তুতি নেন। রাত খানিক বাড়তেই অনেক যাত্রী ঘুমিয়ে পড়েন।

    ওই দুষ্কৃতী এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। মোবাইল ঘাটতে ঘাটতে স্বর্ণলতা দেবীর চোখ তখন খানিক লেগে এসেছে। আচমকাই গলায় হ্যাঁচকা টান অনুভব করেন তিনি। ঘটনা কিছু বোঝার আগেই হাতের মোবাইলও উধাও হয়ে যায়। সঙ্গে সঙ্গে চিৎকার করেন স্বর্ণলতা। কাছেই ছিলেন শিয়ালদহের চিফ ইনসপেক্টর অব টিকিটস (সিআইটি) মানস অধিকারী। উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে মানসবাবু ওই ছিনতাইবাজকে ধরে ফেলেন। রেল কর্মী ও সহযাত্রীদের সহযোগিতায় দুষ্কৃতীর কাছ থেকে খোয়া যাওয়া সোনার চেন ও মোবাইল উদ্ধার করে স্বর্ণলতা যোশীকে ফিরিয়েও দেন। এরপর ওই ছিনতাইবাজকে দুরন্ত এক্সপ্রেসে চাপিয়েই প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পার করে শিয়ালদহ স্টেশনে নামিয়ে জিআরপি’র হাতে চালান করেন মানসবাবু। ওই দুষ্কৃতীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় ইতিমধ্যেই মামলা শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)