হাওড়ায় মাছের উৎপাদন বৃদ্ধিতে পরিকল্পনা মৎস্যদপ্তরের, চারা বিলি
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি করতে উদ্যোগ নিল সরকার। জেলার প্রায় ২৬০০ বেসরকারি মালিকানাধীন পুকুরকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। জেলা মৎস্যদপ্তর সূত্রে খবর, ছোট জলাশয়ে মাছচাষ প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মৎসচাষিদের মাছের চারা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি জায়গায় থাকা ৩০টি পুকুরেও মাছচাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মাছের উৎপাদন বাড়াতে জেলা ও ব্লক স্তর মিলিয়ে প্রায় ১৬০০ মৎস্যচাষিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলার মৎস্যদপ্তরের কর্তাদের বক্তব্য, প্রয়োজনে আগামী বছর এই সংখ্যা আরও বাড়ানো হবে। তাঁদের দাবি, এর ফলে একদিকে যেমন বাঙালির পাতে মাছের জোগান দেওয়া অনেক সহজ হবে, তেমনই গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে।
হাওড়া জেলার মৎস্যদপ্তর সূত্রে খবর, এই জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় ৮৭ হাজার পুকুরে মাছচাষ করা হয়। তবে পরিকল্পনামাফিক চাষ না হওয়ায় উৎপাদন বৃদ্ধি করা যাচ্ছিল না। নয়া উদ্যোগের ফলে মাছচাষিরা উপকৃত হবেন। সেই লক্ষ্যেই সরকারি উদ্যোগে মাছের চারা বিলির পাশাপাশি মৎস্যচাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার ১৪টি ব্লকে ১২৬৪ জন এবং জেলাস্তরে ২৮০ জন মাছচাষিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাঁদের পুকুরের আয়তন এক বিঘা বা তার বেশি, তাঁদের রুই, কাতলা ও মৃগেল মাছের চারা দেওয়া হয়েছে।
হাওড়া জেলার মৎস্যদপ্তরের আধিকারিক চন্দ্রভাল দত্ত বলেন, বেসরকারি পুকুর ছাড়াও সরকারি জমিতে থাকা পুকুরে মাছের চারা ছাড়া হয়েছে। মাছচাষিরা যাতে যথাযথভাবে মাছ চাষ করেন, সেই লক্ষ্যে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাওড়া জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।