‘যোগ্য’দের নামের নতুন তালিকা শিক্ষা দপ্তরে পাঠাল এসএসসি
দৈনিক স্টেটসম্যান | ১৪ এপ্রিল ২০২৫
‘যোগ্য’ চাকরিহারাদের নতুন তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই তালিকায় চাকরিপ্রার্থীদের নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য রয়েছে। ইমেল মারফত এই তালিকা শিক্ষা দপ্তরে পাঠিয়েছে এসএসসি। শিক্ষা দপ্তর সূত্রে খবর, নতুন তালিকায় প্রায় ১৯ হাজার জনের নাম রয়েছে।
জানা গিয়েছে, এসএসসির কাছে আগে থেকেই ‘অযোগ্য’দের নামের তালিকা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তাঁদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসএসসি–র পাঠানো নতুন তালিকার তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর।
শুক্রবারই যোগ্য–অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছিলেন চাকরিহারাদের একাংশ। সেখানে ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন, এসএসসি যোগ্য–অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে। আইনি পরামর্শ নেওয়ার পর তা প্রকাশ করা হবে। এই আবহে শিক্ষা দপ্তর সূত্রে খবর এসেছে, ‘যোগ্য’ চাকরিহারাদের নতুন তালিকা পাঠিয়েছে এসএসসি। তবে এই তালিকা কবে প্রকাশ করা হবে তা এখনও স্পষ্ট নয়। যদিও ব্রাত্য জানিয়েছেন, আইনি পরামর্শ নিয়ে আগামী ২১ এপ্রিলের মধ্যে সেই তালিকা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে।