• অশান্তি প্রতিরোধে মুর্শিদাবাদে রাতভর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহল
    দৈনিক স্টেটসম্যান | ১৪ এপ্রিল ২০২৫
  • আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে শনিবারই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেইমতো এদিন রাত থেকেই জেলার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সুতি ও শামসেরগঞ্জের মোট ৯টি স্পর্শকাতর এলাকায় রাতভর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহল শুরু হয়েছে। রবিবার সকালেও মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ রুটমার্চ লক্ষ্য করা গিয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র জেলাটিকে।

    এদিকে সারারাত জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ৩০জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে হিংসায় যুক্ত থাকার মারাত্মক অভিযোগ রয়েছে। এই নিয়ে তিনদিনে মুর্শিদাবাদে মোট ১৩৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি সমস্ত সংগঠনকে নিয়ে শান্তি বৈঠকেরও উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

    প্রসঙ্গত রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদের পরিবেশ ছিল থমথমে। রাস্তায় সেই ভাবে লোকজন দেখা যায়নি। বন্ধ ছিল প্রায় সব দোকানপাট। ট্রেন চললেও তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক সংশয় ছিল। সেজন্য ধুলিয়ান, সুতি সহ একাধিক স্টেশনে বাড়তি রেল পুলিশ মোতায়েন করতে হয়েছে। মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গ থেকে কলকাতা রুটে সরকারি বাস চলাচল করতে দেখা গেলেও তা পরিমাণে ছিল খুবই কম। কারণম, একমাত্র নিতান্ত জরুরি কাজে ছাড়া কাউকে বাইরে বেরোতে দেখা যায়নি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরবঙ্গের সঙ্গে সংযোগরক্ষাকারী জাতীয় সড়কগুলিতে আধাসেনা মোতায়েন করা হয়েছে।

    এদিকে রাতেই গ্রামে গ্রামে ঘুরেছেন মুর্শিদাবাদ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। তাঁরা সরাসরি কথা বলেছেন মন্দির কমিটি, স্থানীয় ক্লাব এবং গ্রামের মানুষের সঙ্গে। এভাবে স্থানীয় বাসিন্দাদের ভরসা জুগিয়েছেন পুলিশ আধিকারিকরা। তাঁদের গ্রাম না ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় প্রবেশের দুটি মূল রাস্তা হল নদিয়ার সীমান্ত এবং মালদহ থেকে গঙ্গার পথ। এই দুই জায়গাতে রাত থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। দুই প্রবেশ পথে বসানো হয়েছে ‘মেটাল ডিটেক্টর’। তা দিয়ে নজরদারি চালানো হচ্ছে। নজরদারি বাড়ানো হয়েছে গঙ্গার জলপথেও। কোনও অবস্থাতেই বহিরাগতরা যাতে জেলায় প্রবেশ করে অশান্তি সৃষ্টি করতে না পারে, প্রশাসনের তরফে তা নিশ্চিত করা হয়েছে। যাঁরা জরুরি কারণে জেলায় প্রবেশ করতে চাইছেন, তাঁদের উদ্দেশ্য বোঝার জন্য ভাল করে খোঁজখবর নেওয়া ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)