রাত পোহালেই নববর্ষ। বাংলা বছরের শুরুর আগের দিন কেনাকাটায় ব্যস্ত থাকবে বাঙালি। সপ্তাহের শুরুর দিনে অফিসের কর্ম ব্যস্ততার মাঝেই একাধিক মিটিং, মিছিল রয়েছে কলকাতায়। কোন কোন রাস্তা এড়িয়ে চলতে হবে এ দিন? জেনে নিন কলকাতার ট্রাফিক আপডেট।
লালাবাজার সূত্রে খবর, সকাল থেকে উত্তর ও মধ্য কলকাতায় গাড়ির চাপ রয়েছে। তবে, সকাল দশটা পর্যন্ত বড় যানজটের কোনও খবর নেই। সকাল সাড়ে ন’টা নাগাদ মিত্র যেন, রেড রোড হয়ে সিআর এভিনিউ পর্যন্ত একটি ছোট মিছিল ছিল।
অন্যদিকে, সকল দশটা থেকে একটি মিছিল রয়েছে তিলজলা রোড থেকে এজেসি বোস রোড হয়ে এক্সাইড ক্রসিং, ফোর্ট উইলিয়াম, রেড রোড পর্যন্ত একটি মিছিল রয়েছে। বেলা ১টা থেকে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এজেসি বোস রোড হয়ে মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জি রোড, রানি রাসমণি এভিনিউ পর্যন্ত মিছিল রয়েছে।
দুপুর তিনটে নাগাদ মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ চত্বর থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে এপিসি রোড, রাজা দীনেন্দ্র স্ট্রিট পর্যন্ত একটি মিছিল বেরোবে। সন্ধ্যা ৬টা নাগাদ কাশীপুর রোড বরানগর বাজার এলাকাতেও একটি ছোট মিছিল বেরোবে।
এছাড়াও রানি রাসমণি এভিনিউতে এবং শিয়ালদহ রেল কমপ্লেক্স, রামলীলা ময়দানে দুটি পৃথক অনুষ্ঠান থাকার কারণে বড়ো জমায়েত হওয়ার কথা রয়েছে। তার ফলে এই দুই চত্বর এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।