ফের প্রাণনাশের হুমকি অভিনেতা সলমন খানকে। বিস্ফোরণে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। জানা গিয়েছে, সোমবার মুম্বইয়ের ওর্লি এলাকায় পরিবহণ দপ্তরের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি মেসেজ আসে। সেখানেই এই হুমকি বার্তা দেওয়া হয়।
হুগলি স্টেশনের কাছে লোহারপাড়ায় এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ। নিহতের নাম সঞ্জয় রাজবংশী (২৭)। যুবকের বাড়ির সামনেই রবিবার রাতে কুপিয়ে খুন করা হয় ওই যুবককে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
বিআর আম্বেদকর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ চত্বরে আম্বেদকর মূর্তিতে মাল্যদান করেন অন্যান্য সাংসদরাও। সমাজমাধ্যমে মোদী লেখেন, ‘তাঁর নীতিগুলি আত্মনির্ভর এবং 'বিকশিত ভারত নির্মাণে শক্তি প্রদান করবে।’
সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা ১১৭ নম্বর জাতীয় সড়কে। লরির সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় লরি চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ১০ থেকে ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। ডায়মন্ড হারবার থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি। অপরদিক থেকে কলকাতা থেকে ডায়মন্ড হারবার দিকে যাচ্ছিল। বিষ্ণপুর থানা সংলগ্ন ধানকল মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির বিষ্ণুপুর থানার পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওয়াকফ আইন ঘিরে উত্তেজনা অসমের শিলচরে। শিলচরের চামরাগুড়াম, বেরেঙ্গা এবং পুরনো লক্ষ্মীপুর রোড এলাকায় অশান্তি ছড়ায় বলে খবর। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে আন্দোলনকারীরা বলে অভিযোগ। পরিস্তিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
আজ কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের আগে রবিবার একটি ভিডিয়ো পোস্ট করে মমতা সমাজমাধ্যমে লেখেন, ‘৫১টি পবিত্র শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে, কালীঘাট মন্দিরটি অসংখ্য ভক্তের কাছে ঐশ্বরিক তাৎপর্য বহন করে। সেই ভক্তদের মধ্যে আমি একজন।’ প্রতি বছরই প্রচুর পুণ্যার্থীরা কালীঘাটে পুজো দিতে আসেন। পুণ্যার্থীদের জন্য নতুন বছরের শুরু দিন থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন এই স্কাইওয়াক।
বেলজিয়ামে গ্রেপ্তার হলেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে। গ্রেপ্তারের পর চোকসির ভারতের প্রত্যর্পণের বিষয়টি নিয়ে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি।