• চুরি করা কানের দুল পরে নাচের রিল ধরাল তরুণীকে
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৫
  • এই সময়: সোশ্যাল মিডিয়ায় রিল্‌স তৈরিতে সে খুবই পটু। যে কারণে সামাজিক মাধ্যমে রয়েছে তার জনপ্রিয়তাও। তবে এমনই একটি নাচের রিল তাকে পাঠাল সোজা জেলে। কারণ, সেই রিলে দেখা গেল, এক সময়ে বেহালার পর্ণশ্রী এলাকার যে বাড়িতে সে পরিচারিকার কাজ করত, সেই বাড়ি থেকে খোয়া যাওয়া সোনার দুল তারই কানে! দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তার বাড়ি থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম পূর্ণিমা মণ্ডল। শনিবার আদালতে হাজির করানো হলে ৩৫ বছরের ওই তরুণীকে বিচারক জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

    পুলিশ জানায়, পর্ণশ্রী এলাকার একটি বাড়িতে বছর তিনেক পরিচারিকার কাজ করার পর গত বছর অক্টোবরে পূর্ণিমা আচমকা ওই কাজ ছেড়ে দেয়। ওই বাড়ির কর্ত্রী সঞ্চিতা মুখোপাধ্যায় পুলিশকে জানান, পূর্ণিমা কাজ ছেড়ে দেওয়ার পর বাড়িতে দুই জোড়া সোনার দুল এবং অন্য কিছু গয়না খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি একটি সামাজিক মাধ্যমে তিনি পূর্ণিমার নাচের রিলে দেখতে পান, সেখানে প্রাক্তন পরিচারিকার কানে অবিকল একজোড়া দুল, যে রকম দু’জোড়া সোনার দুল তাঁর বাড়ি থেকে খোয়া গিয়েছে।

    তার পরেই সঞ্চিতা লিখিত অভিযোগ দায়ের করেন পর্ণশ্রী থানায়। পূর্ণিমার নাচের ওই রিলটি তিনি সেভ করে রেখেছিলেন। সেটি তিনি শেয়ার করেন পুলিশের সঙ্গে। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে পূর্ণিমাকে। পুলিশ সূত্রের খবর, ধৃত তরুণীর বাড়ি থেকে দু’জোড়া সোনার দুল ছাড়াও একটি সোনার আংটি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই আংটিতে সঞ্চিতার স্বামী সমীরণের নাম খোদাই করে লেখা ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

    যে রিলটির জন্য পূর্ণিমা এখন জেলে, সেটিতে কিন্তু পড়েছে প্রচুর লাইক ও কমেন্ট— এমনই জানাচ্ছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)