• সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া?
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৫
  • কলকাতা: সোমবার সপ্তাহের প্রথম দিনেই অফিস থেকে কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হতে পারে। কারণ বিকেল বা সন্ধ্যার পরেই বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে শহর কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতায় বিকেলের পরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।অন্যদিকে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতসহ বৃষ্টি ও ঝড়ের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এই সময় বজ্রপাত নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বজ্রপাতের ব্যাপারে আবহাওয়া দপ্তর আগাম সাধারণ সতর্কবার্তা দেয়। কোন কোন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তার সাধারণ পূর্বাভাস দেওয়া হয় অনেক আগে থেকেই। কিন্তু বজ্রপাত কোথায় হতে চলেছে, তার কিছুটা নির্দিষ্ট পূর্বাভাস সাধারণত কিছু আগে ইস্যু করা হয়।
  • Link to this news (বর্তমান)