সব ঠিক থাকলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশপাশি জনসভাও করার কথা তাঁর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার নিয়োগ-দুর্নীতির প্রতিবাদে রাজ্য বিজেপির মিছিল শুরুর আগে এই ঘোষণা করেছেন। সেই সঙ্গে রাজ্য বিজেপি যে নবান্ন অভিযানের পরিকল্পনাও করছে, সে কথাও জানিয়েছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ‘‘কিছু দিনের মধ্যেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসবেন। তাঁর সফরের পরে রাজ্যের কোর কমিটি, আমরা বসে ঠিক করব। আরও একটা চূড়ান্ত লড়াই দিতে চাই। নবান্ন অভিযান করব। দিনক্ষণ রাজ্য সভাপতি ঘোষণা করবেন।’’ প্রধানমন্ত্রীর রাজ্য সফর প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘কবে বা কোথায় আসবেন, এখনও চূড়ান্ত হয়নি। পরে আমরা জানিয়ে দেব।’’ তার আগে অবশ্য তিনি চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযানেও উপস্থিত থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ‘‘ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিনেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলাম। এই রাজ্যে পতাকা ছাড়া কোনও আন্দোলন হলে আমরা সিপিএমের মতো বিশ্বাসঘাতকতা করব না! আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া যাব। না ডাকলে নৈতিক সমর্থন করব।’’