• উল্টোডাঙা মেন রোডে দিনেদুপুরে বৃদ্ধাকে অপহরণের চেষ্টা? মুদিখানার পণ্য লুট!
    হিন্দুস্তান টাইমস | ১৪ এপ্রিল ২০২৫
  • দিনেদুপুরে কলকাতার মতো শহরে চলন্ত গাড়ি মাঝরাস্তায় দাঁড় করিয়ে, সেই গাড়ি থেকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে জোর করে নামিয়ে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ! এমনকী, তাঁর সত্তরোর্ধ্ব দাদাকেও রীতিমতো মারধর করা হয়! গাড়ির চালককে মারতে মারতে নামিয়ে দেওয়া হয় গাড়ি থেকে। শেষমেশ কর্তব্যরত ট্র্যাফিক পুলিশেরকর্মীর তৎপরতা ও সহযোগিতায় গুন্ডাবাহিনীর হাত থেকে কোনও মতে ছাড়া পান ওই বৃদ্ধা ও তাঁর দাদা। অভিযোগ, খোদ পুলিশকর্মীর চোখের সামনে এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও এই ঘটনায় কড়া পদক্ষেপ করছে না কলকাতা পুলিশ! এমনকী, ঘটনায় মূল অভিযুক্তের নাম, ধাম সব বলে দেওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

    ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ষাটোর্ধ্ব যে মহিলার উপর দিনেদুপুরে হামলা চালানো হয়েছিল, তিনি একজন ব্যবসায়ী। গত প্রায় ২০ বছর ধরে তিনি গাড়িতে করে মুদিখানার সামগ্রী সরবরাহ করেন।

    গত ২ এপ্রিলও অন্য়ান্য দিনের মতোই কাজে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর দাদা ও গাড়ির চালক। ভাই-বোন দু'জনই প্রবীণ নাগরিক। বৃদ্ধার অভিযোগ, উল্টোডাঙা মেন রোড দিয়ে যখন তাঁদের ছোট মালবাহী গাড়িটি যাচ্ছিল, সেই সময়েই প্রথমে একটি মোটরবাইক দ্রুত সামনে চলে আসে এবং গাড়ির পথ আটকে দাঁড়ায়। এরপর অন্য একটি গাড়িতে প্রায় ১০-১২ জন যুবক সেখানে পৌঁছয় এবং তারা বৃদ্ধাদের গাড়ি ঘিরে ধরে।

    প্রথমেই বৃদ্ধার গাড়ির চালককে মেরে স্টিয়ারিং থেকে নামিয়ে দেওয়া হয়। বদলে হামলাকারীদের একজন চালকের আসনে বসে এবং জানায়, বৃদ্ধাকে তাদের সঙ্গে পোস্তায় যেতে হবে! বৃদ্ধা তাতে আপত্তি করলে শুরু হয় ধস্তাধস্তি। গাড়িতেই বসে থাকা বৃদ্ধার দাদা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁকেও মারধর করা হয়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)