• মুর্শিদাবাদের অবস্থা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠালেন রাজ্যপাল
    দৈনিক স্টেটসম্যান | ১৪ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার পাঠানো সেই চিঠিতে জেলার বিভিন্ন অশান্তির ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন তিনি। শুক্রবারই মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে রাজ্যপালের। এরপরের দিনই অমিত শাহের মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন সিভি আনন্দ বোস।

    ওয়াকফ সংশোধিত আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের পরিস্থিতিতে মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জের মতো এলাকায় অশান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখে রাজ্যের সঙ্গে সমন্বয় রক্ষা করে জেলায় শান্তি ফেরানোর আবেদন করেছে রাজভবন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের হিংসার ঘটনার সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তাঁর কাছে এ সংক্রান্ত একাধিক তথ্য এসেছে।

    রাজভবন সূত্রের খবর, সাংবিধানিকভাবে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যপালের একটি দায়িত্ব রয়েছে। সেই কারণে রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তাতে রাজ্যপালকে পদক্ষেপ করতেই হয়। সেই দায়িত্ব পালন করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদে দ্রুত শান্তি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।

    পুলিস প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নিয়মিত নবান্নের যোগাযোগ রয়েছে। জেলার পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে অমিত শাহের দপ্তরের সঙ্গে সহযোগিতা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্যপালের চিঠির বিষয়টি প্রকাশ্যে এসেছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের তরফে কোনও বার্তা আসে কি না সেই দিকে তাকিয়ে রাজভবন।
    উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। রবিবার ফের নতুন করে ফরাক্কার মহাদেবনগর নিমতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। অপ্রীতিকর ঘটনা রুখতে স্পর্শকাতর এলাকায় রুটমার্চ করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)