• ভাঙড়ে উত্তেজনা, পুলিশ-আইএসএফ সংঘর্ষ, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৫
  • সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। পুলিশের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেন আইএসএফ কর্মীরা। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দু’ঘণ্টা ধরে অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে। 

    কলকাতায় রামলীলা ময়দানে আইএসএফের সংশোধিত ওয়াক আইনের বিরোধিতায় একটি প্রতিবাদ কর্মূসচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে ভাঙড় থেকে দলীয় কর্মীরা হাজির হচ্ছিলেন। বাসন্তী হাইওয়েতে তাঁদের বাধা দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন ISF কর্মীরা। 

    ভাঙড়ের  ভোজেরহাট এলাকায় শুরু হয় অশান্তি। তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশ। সেখানেই অবরোধ শুরু করেন আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। 

    গন্ডগোলের কারণে বাসন্তী হাইওয়েতে প্রবল যানজটের সৃষ্টি হয়। সপ্তাহের প্রথম দিনে রাস্তায় যানজটের কারণে ভুগতে হয় নিত্য যাত্রীদের। প্রসঙ্গত, ওয়াকফ আইনের প্রতিবাদে শুক্রবার উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান এলাকায়। প্রবল অশান্তির কারণে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করতে হয়। 

  • Link to this news (এই সময়)