• মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র নবদ্বীপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৫
  • খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সোমবার তপ্ত হয়ে উঠল নবদ্বীপ। ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।

    স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপের কানাইনগর বটতলা এলাকায় একটি খেলার মাঠ রয়েছে। এলাকার কচিকাঁচারা সেই মাঠেই খেলা করে। অভিযোগ, তিনজন প্রোমোটার সেই মাঠটি বেআইনি ভাবে দখল করার চেষ্টা করছেন। এর জন্য এলাকাবাসীর সঙ্গে ওই প্রোমোটারের অশান্তি লেগেই থাকত। কয়েকদিন আগে প্রোমোটারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় থানায়, দাবি এলাকাবাসীর।

    স্থানীয়দের দাবি, তাঁরা বারবার বলেছিলেন ওই প্রোমোটারদের বৈধ নথি দেখাতে। কিন্তু তাঁরা তা পারেননি বলে অভিযোগ। সোমবার প্রোমোটার আশ্রিত দুষ্কৃতীরা ওই মাঠটি দখল করতে যায় বলে অভিযোগ। প্রথমে স্থানীয় মহিলাদের সঙ্গে তাদের বচসা বাধে। ধীরে ধীরে এলাকাবাসী বনাম ওই জমি ‘দখল’ করতে আসা ব্যক্তিদের মধ্যে বচসা তুঙ্গে ওঠে। স্থানীয়দের অভিযোগ, তাদের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়।

    দু’পক্ষের মধ্যে ইট বৃষ্টিও হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এ দিন পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও হয়। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করে পুলিশ। আপাতত গোটা এলাকা থমথমে। ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।

  • Link to this news (এই সময়)