ফের বাসের রেষারেষিতে দুর্ঘটনা। পার্ক স্ট্রিট ডিভাইডারের উপর উঠে পড়ল বাস। সোমবার সকালে এই দুর্ঘটনায়বলে খবর। প্রণবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত এক যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, হাওড়া থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাসের রেষারেষি চলছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারের উপর উঠে পড়ে। রাস্তার ধারের একটি রেলিং ভেঙে যায়। অফিস টাইমেই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় ট্রাফিক পুলিশ। ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে দেওয়ার কাজ চলছে। গুরতর আহত যাত্রীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।